X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৮:২০

সাতক্ষীরা জেলা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ছয় বাংলাদেশিকে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কলারোয়া উপজেলার পৃথক সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, রবিবার (১২ নভেম্বর) দুপুরে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তের এমসি ১৪ পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বিচোট গ্রামের সাহেব আলী গাজীর ছেলে সাগর গাজীকে (১৯) হস্তান্তর করা হয়।

সূত্র আরও জানায়, ২/৩দিন আগে অবৈধপথে ভারতে গিয়ে শনিবার সন্ধ্যায় বিএসএফের হাতে আটক হয় বাংলাদেশি যুবক সাগর। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিজলদী ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুক আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের আড়শিকড়ি ক্যাম্পের এসআই মরমু। সাগর গাজীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে রবিবার (১২ নভেম্বর) দুপুরে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার চন্দনপুর মেইন পিলার ১৪/১ এসআরবির জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বাগেরহাটের খেজুরবাড়ীয়া গ্রামের সৈয়দ হাওলাদারের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), একই জেলার মোড়লগঞ্জের বারুইখালী গ্রামের বিল্লাল সিকদারের স্ত্রী নাজমা আক্তারকে (১৯) হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় হিজলদী বিওপির নায়েক রায়হানুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, ‘কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক মইউদ্দিন বাদী হয়ে মংলার গোয়ালীরমাঠ এলাকার জালাল শেখের ছেলে জাহিদুল শেখ (২০), তার স্ত্রী ময়না খাতুন (১৯) ও একই এলাকার ইব্রাহিম শেখের ছেলে সবুজ শেখকে (২০) কলারোয়া থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিএসএফ তাদের আটক করে। পরে তাদের কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এসআর-৬ আরবির কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ হস্তান্তর করে। এ ঘটনায় কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট