X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতার সংবাদ সম্মেলনে পুলিশি বাধার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ০০:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০০:৩৮

সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলনে পুলিশ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাব’র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ অভিযোগ করেছেন।

তিনি গাজীপুর-৩ আসন (শ্রীপুর-মির্জাপুর-ভাওয়াল গড়) থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী।

রফিকুল ইসলাম বাচ্চু জানান, উপজেলা বিএনপির সভাপতিসহ সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে শ্রীপুর পৌর শহরের নূরুন্নাহার কিন্ডার গার্টেনে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। তাৎক্ষণিক সাংবাদিকদেরকে আনসার টেপিরবাড়ী গ্রামে তার নিজ বাসভবনে আমন্ত্রণ জানানো হয়। সেখানে  সকালে সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।           

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘১২ নভেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহ্জাহান ফকির, গাজীপুর জেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ ও শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারিছ মাঝি, শ্রীপুর পৌর শ্রমিক দলের সভাপতি আমান উল্লাহ আমান এবং গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল আহমেদ নীড়কে গ্রেফতার করে। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনের মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান খান টিটিু, যুবদল নেতা বিল্লাল হোসেন ও ছাত্রদল নেতা রাসেল সরকার প্রমুখ।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাধা দেওয়ার খবরটি হাস্যকর ও ভিত্তিহীন। শ্রীপুর পৌর শহরে পুলিশ রুটিন মাফিক দায়িত্ব পালন করে থাকে। কারও আইনসঙ্গত কর্মসূচিতে বাধা দেওয়া পুলিশের কাজ নয়।’

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ