X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন: ‘আপত্তিকর’ কথার লড়াইয়ে ঝন্টু-মোস্তফা

রংপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ২০:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:০৫

আওয়ামী লীগ প্রার্থী ঝণ্টু ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা (ছবি- প্রতিনিধি)

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন ২১ ডিসেম্বর। এর মধ্যে প্রার্থীদের প্রচারণার সময়সীমা ১৯ ডিসেম্বর পর্যন্ত। সময়সীমা ঘনিয়ে আসায় এখন বেশ জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এর জের ধরে তারা বাকযুদ্ধেও জড়িয়ে পড়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও জাতীয় পাটির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পরস্পরের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে রংপুর নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট ও এর আশেপাশের এলাকায় গণসংযোগের সময় মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেন, তার ও তার দলের প্রধান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এসময় মোস্তফা দাবি করেন, ‘অস্বীকার করার উপায় নেই যে, এ মুহূর্তে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের অক্সিজেন। জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ কোনও অবস্থাতেই ক্ষমতায় যেতে পারতো না এবং আগামীতেও পারবে না। তাই আমার ও আমার দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে আজেবাজে কথা বলার আগে আওয়ামী লীগ প্রার্থীর চিন্তা-ভাবনা করা উচিত।’

প্রচারণায় মোস্তাফিজার রহমান মোস্তফা (ছবি- প্রতিনিধি)

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ঢাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা এসে আবল-তাবল কথা বলছেন, যা মোটেই শোভনীয় নয়।’ তিনি আরও বলেন, ‘ঝন্টু সাহেবের উচিত, গত পাঁচ বছর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে তিনি রংপুরের উন্নয়নে কী কী করেছেন তা জনগণের কাছে তুলে ধরা। কিন্তু তা না করে তিনি অন্য প্রার্থীর সমালোচনা করে বেড়াচ্ছেন।’

জাতীয় পাটির মেয়র প্রার্থী দাবি করেন, ‘নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ঝন্টুর মাথা খারাপ হয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান, সেখানে কিছু পাতিনেতা সেটা চাইছেন না।’

প্রচারণায় সরফুদ্দিন আহমেদ ঝন্টু (ছবি- প্রতিনিধি)

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর স্টেশন এলাকায় গণসংযোগের সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু অভিযোগ করেন, তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন জাতীয় পাটির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় তিনি নগরবাসীর প্রতি লাঙল মার্কায় ভোট না দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করার অনুরোধ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ঝন্টু বলেন, ‘নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কেউ রোধ করতে পারবে না।’

প্রচারণায় কাওসার জামান বাবলা (ছবি- প্রতিনিধি)

এদিকে, নির্বাচন নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আবারও নিজের আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাছারী বাজার এলাকায় গণসংযোগ করার সময় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষের জয় হবে বলে আশা প্রকাশ করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?