X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া: সেই অধ্যক্ষ কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২১:০০

সেই অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার

বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের ‘বেহেশত’ কামনাকারী টাঙ্গাইলের গোপালপুরের দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে আমলি আদালত গোপালপুর অঞ্চলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দেন। টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারুল হক বলেন,‘রবিবার সকালে অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে আদালতে হাজির করা হলে আমলি আদালত গোপালপুর অঞ্চলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন,‘রবিবার সকালে অধ্যক্ষ ফায়জুল আমীরকে আদালতে নেওয়া হয়। ফায়জুল আমীর জামায়াত-শিবির কিংবা রাষ্ট্রবিরোধী জঙ্গি সংশ্লিষ্ট কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে তার নিজের এলাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।’ 

জানা যায়, অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমনগর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে। তিনি  ২০০৯ সালে গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা শহরের একটি মাদ্রাসায় এক বছর ও জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার আরামনগর কামিল মাদ্রাসায় ৫ বছর ধরে শিক্ষকতা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নেতৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার। দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ‘হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারী যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেশত নসিব করো।’

এর প্রতিবাদে উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত মানুষরা। এ ঘটনার পরপরই অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে আটক করে গোপালপুর থানা পুলিশ। এরপর রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় একটি মামলা দায়ের করেন।

 

 

/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ