X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার ডিভিশন নিয়ে বিএনপির কান্নাকাটি অহেতুক: সমাজকল্যাণমন্ত্রী

যশোর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৫

অন্যান্যের মধ্যে রাশেদ খান মেনন (ছবি- প্রতিনিধি)

খালেদা জিয়ার ডিভিশন-১ (প্রথম শ্রেণির বিশেষ বন্দির মর্যাদা) পাওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের কান্নাকাটি অহেতুক বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে যশোর শিশু (বালক) উন্নয়নকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ‘এর আগেও খালেদা জিয়া জেল খেটেছেন, তখন তো বিএনপি নেতাকর্মীদের কোনও চিৎকার-চেঁচামেচি ছিল না। আমরাও জেল খেটেছি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানীও জেল খেটেছেন। কখনও তো কেউ কান্নাকাটি করেননি। কিন্তু বিএনপি নেতাকর্মীদের এত কান্নাকাটি কিসের, বুঝি না তো? সবচেয়ে বড় কথা, আদালতের নির্দেশের আগেই খালেদা জিয়াকে সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।’

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে তা পুনর্বিবেচনার জন্য আইনমন্ত্রীকে তাগিদ দিয়েছেন বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।

এর আগে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আইনের সংস্পর্শে আসা শিশুদের মানসিকভাবে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে শিশু আইনের অস্পষ্টতার কারণে নানা সমস্যা হচ্ছে। যে কারণে এ আইনটি স্পষ্টকরণের বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।’

মন্ত্রী মতবিনিময় সভা শেষে উন্নয়নকেন্দ্রে থাকা শিশুদের সঙ্গে কথা বলেন এবং এক শিশুর কণ্ঠে গান শোনেন।

এসময় জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন, উপ-পরিচালক হরিশ চন্দ্র, উপ-পরিচালক (প্রতিষ্ঠান) সাফায়াত হাসান, সমাজসেবা অধিদফতরের (যশোর) উপ-পরিচালক অসিৎ কুমার সাহা, শিশু উন্নয়নকেন্দ্রের সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার