X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিএনপি ক্ষমতায় এলে ফের জঙ্গিবাদের উত্থান ঘটবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

আগামী নির্বাচনে জয় পেয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশে ফের জঙ্গিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে ৩০ কি.মি. দূরে কাজীপুর উপজেলার মেঘাই হার্ড-পয়েন্টে পানি উন্নয়ন বিভাগের নদী শাসন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যার কোনও বিকল্প নেই। শেখ হাসিনার সরকার উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছে তা ধরে রাখতে না পারলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘বিএনপি এবং তাদের সহযোগীরা দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেজন্য দলীয় নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু তাই নয়, আগামী ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।’

সংক্ষিপ্ত সমাবেশের পর মন্ত্রী তার নির্বাচনি এলাকা কাজীপুর সদর সংলগ্ন শহীদ এম মনসুর আলী মিলনায়তনের নির্মাণ কাজ, উপজেলা পরিষদের নতুন ভবনের নির্মাণ কাজ, বেড়িপোটলের আমেনা-মনসুর টেক্সটাইল প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি ও শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌরমেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক