X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে: অর্থমন্ত্রী

চবি প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ২০:০০আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২০:০৯

বক্তব্য রাখছেন আবুল মাল আবদুল মুহিত

২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘বাংলাদেশে প্রবৃদ্ধির মাত্রা ১০ শতাংশে পৌঁছাতে হলে সব জেলায় রাষ্ট্রের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় তৎপর হতে হবে।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যেই অর্থায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। চবি ফাইন্যান্স বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা যে পরিমাণ সম্পদ ও সুযোগ-সুবিধা ভোগ করছি, তারচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৮৪ সালে জাতিসংঘের পরিবেশ নিয়ে আলোচনার উদ্যোগের পর থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সারাবিশ্বে গুরুত্ব পায়। বাংলাদেশ সহস্রাধিক লক্ষ্যমাত্রা অর্জনেও অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় ভালো অবস্থানে ছিল।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, ‘অতিরিক্ত প্রবৃদ্ধি ও অর্থায়ন অনেক সময় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। এ ভারসাম্য দূর করার জন্য আমাদের সবুজ অর্থনীতির ওপর জোর দিতে হবে। ব্যাংকে সঞ্চয় পরিমাণ কম, ঋণের পরিমাণ বেশি। অর্থাৎ সঞ্চয় স্বল্পমেয়াদি, ঋণ দীর্ঘমেয়াদি। এ তারল্য সংকট কাটিয়ে উঠার জন্য সঞ্চয় বাড়াতে ও ঋণের পরিমাণ কমাতে হবে, যাতে অর্থনৈতিক সক্ষমতা অর্জন করা সম্ভব হয়।’

ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. আকতার হোসনের সঞ্চালনায় ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এসময় নেপালের কাঠমান্ডুতে ইউ-এস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে একটি মিনিট নিরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন– অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। এছাড়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ. এম আরঙ্গজেব।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি