X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিমান বিধ্বস্তে নিহত প্রিয়কের মামার সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ০৫:০৩আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০৫:৫১

নিহত প্রিয়কের বাড়িতে আওয়ামী লীগ নেতারা বিমান বিধ্বস্ত হয়ে নেপালে নিহত হওয়া গাজীপুরের ফারুক হোসেন প্রিয়কও ও তার শিশু কন্যার লাশ দেশে ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রিয়কের মামা তোফাজ্জল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে আলাপের সময় তিনি এই আশ্বাস দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান শ্রীপুর উপজেলায় প্রিয়কের বাড়িতে গেলে তার মাধ্যমে এই আলাপ হয়। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারউজ্জামান উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে যান। সেখানে তিনি প্রিয়কের স্বজনদের সমবেদনা জানান।

এসময় আখতারউজ্জামান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের স্বজনদের খোঁজ-খবর নেয়ার জন্য তিনি এসেছেন। পরে আখতারউজ্জামানের মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে কথা বলেন নিহতের মামা তোফাজ্জল হোসেন। মোবাইলে ওবায়দুল কাদের নিহতের স্বজনদের সান্তনা জানিয়ে বলেন, ‘আপনাদের এ বিপদে সরকার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ পাশে রয়েছে। হতাহতদের যথাযথ চিকিৎসা ও তাদের দেশে ফিরিয়ে আনাসহ সব কিছু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।’ এ সময় তিনি স্বজনদের ধৈর্য্য ধারণ করার কথা বলেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল মেয়র এস এম মোকসেদ আলম, দিলরুবা ফায়জিয়া, সদস্য রাশিদা খন্দকার, আবুল খায়ের বিএসসি, আনোয়ার হোসেন সরকার, প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাতবর প্রমুখ।

গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন ফারুক হোসেন প্রিয়ক ও তার শিশুকন্যা প্রিয়ংময়ী তামাররা। প্রিয়কের স্ত্রী এ্যানি আহত অবস্থায় নেপালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত প্রিয়ক গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত শরাফত আলী ছেলে।

 

/জেজে/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?