X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনও আলোচনা নয়: ফখরুল

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ২১:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২২:২৪

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি- প্রতিনিধি)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কারও সঙ্গে কোনও আপস হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখন আলোচনার বিষয় একটাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তির ব্যাপারে কারও সঙ্গে কোনও আপস নয়। আগে তাকে মুক্তি দিতে হবে, এরপর অন্য আলোচনা।’

খালেদা জিয়াকে কারাবন্দি রেখে দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘সব দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গঠন এবং খালেদা জিয়াকে মুক্ত করে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে পাতানো নির্বাচনের যে ফাঁদ পেতেছিল, এখন উল্টো তারাই সেই ফাঁদে পড়েছে। এতে বিএনপির জন-সমর্থন বেড়েছে, আর ভীত হয়ে সরকার বিএনপির জনসমাবেশ করতে পর্যন্ত বাধা দিচ্ছে।’

শনিবার (৭ এপ্রিল) বিকালে বরিশাল নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার উন্নয়নশীল স্বীকৃতির কথা ফলাও করে প্রচার করছে। উন্নয়ন হয়েছে, তবে তা দেশের বা মানুষের নয়, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের। ১০ টাকা দরের চালের কেজি এখন ৭০ টাকা। প্রতিবছর বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়ে, আর জনতার নাভিশ্বাস উঠে।’

বর্তমান সরকারের দমন-পীড়নের উদাহরণ দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ৮ লাখ নেতাকর্মীকে আসামি করে ৭৮ হাজার মামলা করেছে সরকার।’ এসময় নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন না করে পরাজিত হলে দাসত্ব গ্রহণ করতে হবে।’

২০১৪ সালের নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়নি দাবি করে তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার গায়ের জোরে, বন্দুকের জোরে ক্ষমতায় বসে আছে। তারা আজ জনগণের নেত্রীকে সুচিকিৎসা পর্যন্ত দিচ্ছে না।’

নেতাকর্মীদের ধৈর্যধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে, ধৈর্য ধরুন। শান্তি-শৃঙ্খলার মধ্যে থাকুন। নেত্রী যে নির্দেশ দেবেন, পালন করুন। তাকে জেল থেকে বের করে আনতে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলুন।’

কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, বিলকিস জাহান শিরীন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মো. মোস্তাফিজুর রহমান ইরানসহ সিনিয়র নেতারা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!