X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আলমারিতে টাকা রাখায় প্রাণ গেলো দম্পতির

নেত্রকোনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ০৬:৩৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০৮:৪৭

ছেলে-মেয়ের সঙ্গে নিহত মিহির দম্পতি(মাঝে) দীর্ঘ সাত মাস পর নেত্রকোনা জেলা শহরের চাঞ্চল্যকর মিহির দম্পতি খুনের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)।

গত সোমবার নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারকের কাছে ১৬৪ ধারায় আসামিরা এই জোড়া খুনের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতার ব্যক্তিরা হলো রাসেল মিয়া, পলাশ মিয়া, রুবেল, আতিকুল ইসলাম ও পলাশ। এরা সবাই শহরের সাতপাই ও মধ্য নাগড়া এলাকার বাসিন্দা। সোমবার বিকাল পাঁচটায় নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের হাকিম আলমগীর হোসাইনের আদালতে হাজির করার পর তারা বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের কাছে আসামিদের জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আসামিরা তাদের ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের ঘটনা স্বীকার করেছে। তারা জানায়, ঘটনার আগের দিন তারা সবিতা বিশ্বাসের বাড়িতে গাছের ডাল কাটতে যায়। কাজ শেষে সবিতা বিশ্বাস তাদের ঘরের ভেতরে ডেকে নেন। এ সময় তিনি আলমারির দেরাজ থেকে ১০০ টাকা বের করে মজুরি দেন। তখন আসামিদের একজন ড্রয়ারে থাকা অনেক টাকা দেখতে পায়। এরপর তারা ওই বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়। পরে রাতের আধাঁরে ওই ঘরে প্রবেশ করে এবং মিহির বিশ্বাসকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনা টের পেয়ে সবিতা বিশ্বাস রান্নাঘর থেকে মূল ঘরে আসেন। আর তখন তাকেও খুন করে দুর্বৃত্তরা। আসামিরা সবাই মাদকসেবী বলে স্বীকার করেন পুলিশের এই কর্মকর্তা। ’

মিহির কান্তি নেত্রকোনার সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন ও তার স্ত্রী তুলিকা সমাজসেবা অধিদফতরের নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

নিহত দম্পতির ছেলে সুমন বিশ্বাস বলেন, ‘আমি এই মামলাটি দায়ের করার পর আমাকে অনেক হয়রানি হতে হয়েছে। স্থানীয় পুলিশ এ ঘটনায় আমাকেও সন্দেহ করেছে। যে কারণে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত থাকা অবস্থায় আমাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পুলিশ এ মামলার জট খুলতে না পারলে মামলাটি ডিবিতে যায়। সর্বশেষ পিবিআই এ মামলার রহস্য উন্মোচন করতে সফল হয়।’

উল্লেখ্য, ২০১৭ সলের ১০ অক্টোবর নেত্রকোনা জেলা শহরের সাতপাই বাবুল সরণি এলাকায় মিহির বিশ্বাস (৭০) ও তার স্ত্রী সবিতা চন্দ বিশ্বাস (৫৮) নিজ বাসভবনে খুন হন। ১৩ অক্টোবর পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ওই দিন রাত ১০টার দিকে তাদের ছেলে সুমন বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি খুনের মামলা দায়ের করেন। এরপর মামলাটি গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। কিন্তু কোনও কিনারা না পাওয়ায় মামলাটি পিবিআইর কাছে হস্তান্তর করা হয়। প্রায় সাত মাস তদন্ত শেষে পুলিশ মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

 

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল