X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জামালগঞ্জে পাঁচশ’ লিটার সরকারি তেলসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০১:২৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০১:২৮

সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বুড়িডাকুয়া বিলের পার্শ্ববর্তী এলাকা থেকে ৫০০ লিটার সরকারি তেলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ (ডিবি)। বুধবার (১৮ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কমর উদ্দিন (৫০)  নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক কমর উদ্দিন সাচনাবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়া শুকদেবপুর গ্রামের মৃত  জাফর আলীর ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকায় রক্তি নদী খননের কাজ চলছে। আটককৃত ব্যক্তি সেখানকার ড্রেজারের তেল অবৈধভাবে বিক্রির জন্য মজুদ করেন।

সাচনাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিন সুহেল বলেন, ‘কমর উদ্দিন জানিয়েছেন, তিনি রক্তি নদীর খনন কাজের ব্যবহৃত ড্রেজার মেশিনের সরকারি তেল কিনতেন। পরে এগুলো মজুদ করে বিক্রি করতেন।’ এর সঙ্গে বড়ো একটি চক্র জড়িত বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া বলেন, ‘হাওর এলাকার নদী খনন করে আগাম বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে নদী খনন করছে।’ সরকারি তেল বিক্রির অবৈধকাজের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তিনি।  

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন,  ‘সরকারি তেল মজুদের বৈধ কোনও কাগজ দেখাতে না পারায় তাকে তেলসহ আটক করা হয়েছে। তদন্তর পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।’  

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে