X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বীরগঞ্জে নৈশপ্রহরীদের বেঁধে রেখে ১১০ বস্তা ধান লুট

দিনাজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৮:৫১আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৯:১৮

দিনাজপুরের বীরগঞ্জে একটি হাসকিং মিলের দুই নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১০ বস্তা ধান লুট করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিয়া ট্রেডার্স হাসকিং মিলে এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ধানের বস্তা (ফাইল ছবি) মিলের মালিক বায়েজিদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টায় একদল দুর্বৃত্ত হাসকিং মিলে প্রবেশ করে তহিজউদ্দিন (৬০) ও করিম উদ্দিন (৩২) নামের দুই নৈশপ্রহরীকে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রেখে মিলের গোডাইনে থাকা ১১০ বস্তা সুগন্ধী জাতের ধান নিয়ে পালিয়ে যায়।

নৈশপ্রহরী তহিজউদ্দিন জানান, রাত আনুমানিক ২টায় একদল লোক মিলে প্রবেশ করে প্রথমেই আমাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। পরে তারা আমাদের হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে। এরপর মিলের গোডাউনের তালা ভেঙে ঘরের ধান নিয়ে পালিয়ে যায়। অনেক চেষ্টার পর ভোরে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে প্রতিবেশীদের বিষয়টি জানাই। পরে অপর প্রহরী মো. করিম উদ্দিনকে মুক্ত করে মিল মালিককে বিষয়টি অবহিত করি।

ঘটনার পর সকাল ১০টায় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন, দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক জানান, বেশ গুরুত্ব দিয়ে পুলিশ মাঠে নেমেছে। থানায় এনে দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খুব দ্রুত সময়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং চুরি যাওয়া ধান উদ্ধার করা হবে।

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা