X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে ৪ শিক্ষার্থী আহত

পাবনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১২:৩১আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৩:২৮

পাবনায় কৃষক সমিতির নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনায় একটি প্রকটি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণসামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে শিক্ষার্থীদের ওপর।

এতে গুরুতর আহত হয় দ্বিতীয় শ্রেণির আফরিন খাতুন (৯), প্রথম শ্রেণির আফসানা খাতুন (৭), ইসমাইল (৬) এবং শিশুশ্রেণির আল আমিন (৫)। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আফরিন ও ইসমাইলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

এদিকে, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার খরচের জন্য শিক্ষার্থীপ্রতি ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছি। সেই সঙ্গে দেয়াল ধসের ঘটনা খতিয়ে দেখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়াল ধসে শিশু শিক্ষার্থী আহতের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ