X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দুই ভাইয়ের চোখ উপড়ানোর মামলায় ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০১৮, ২৩:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২৩:৪৮

আদালত

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের চোখ উপড়ে ফেলার পাশাপাশি এসিড নিক্ষেপের ঘটনায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত জজ আদালতের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) লোকমান হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ২৭ বছর আগে ১৯৯১ সালের ১৭ মার্চ আসামিরা ওই দুই ভাইয়ের চোখ উপড়ে ফেলার পাশাপাশি এসিড নিক্ষেপ করে মুখমণ্ডল ঝলসে দেয়।

দণ্ডিত আসামিরা হলেন– আইয়ুব, ইব্রাহিম, আব্দুল হক, সোলায়মান, ইউসুফ, জাফর, দুলাহ মিয়া ও গোলাম কাদের। এর মধ্যে আইয়ুব ও ইব্রাহিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর ছয় জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এপিপি লোকমান হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আইয়ুব আলী ও সোলায়মান কারাগারে আছেন। অন্যরা পলাতক। পলাতক আসামিদের মধ্যে দুলা মিয়া ও গোলাম কাদের মারা গেছেন।’

মামলার নথি থেকে জানা যায়,  দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল হকের সঙ্গে জমি নিয়ে মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের বিরোধ ছিল। ওই ঘটনার জের ধরে ১৯৯১ সালের ১৭ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা সদরের দিকে যাওয়ার সময় আসামিরা আবদুস সোবহানের দুই ছেলে ছবুর আহমদ ও কবির আহমদকে রিকশা থেকে নামিয়ে সৈয়দনগর বারইপাড়া এলাকার খাল পাড়ে নিয়ে যায়। সেখানে আসামিরা দুই ভাইয়ের মাথায় এসিড ঢেলে দেয় এবং খেজুর কাঁটা দিয়ে তাদের চোখ উপড়ে ফেলে। এতে দুই ভাইয়ের দু’টি চোখ নষ্ট হয়ে যায়। ওই ঘটনায় আবদুস সোবহানের আরেক ছেলে ফরিদুল আলম তিন জনের নাম উল্লেখ করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। ১৯৯২ সালে ১৩ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চলতি বছরের ১২ এপ্রিল আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামি ও রাষ্ট্রপক্ষের মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড