X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে মাঠকে মাঠ বোরো ধানে ‘ব্লাস্ট’, কৃষক দিশেহারা

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ মে ২০১৮, ২৩:০০আপডেট : ০৪ মে ২০১৮, ১৩:২৯

ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় আধা-পাকা ধান কাটছেন চাষিরা (ছবি- প্রতিনিধি)

মৌলভীবাজারের হাকালুকি, হাইলহাওর ও কাউয়াদিঘি হাওরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের আবাদে ব্যাপক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ধান পুরোপুরি পাকার আগ মুহূর্তে এভাবে ধানখেত নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষি বিভাগ বলছে, এটা ‘ব্লাস্ট’ রোগ।

কৃষকরা জানান, এবার ভালো ফলনের আশা করেছিলেন তারা। কিন্তু হঠাৎ পোকামাকড়ের আক্রমণের পাশাপাশি দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। ধান ক্রমেই শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে। রোগ-বালাই ঠেকাতে মাঠে মাঠে কীটনাশক প্রয়োগ করছেন চাষিরা। তাতেও মিলছে না প্রতিকার। নিরুপায় হয়ে অনেক চাষি আধা-পাকা ধান কাটা শুরু করেছেন। অনেকে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন।

রাজনগর গড়গাঁও গ্রামের কবির মিয়া ও ইউনুছ হোসেন জানান, তারা দুই জনে মিলে ১২ বিঘা জমিতে বিআর-২৮ জাতের ধান লাগিয়েছিলেন। সব জমিতেই ধানের ছড়া এসেছে। ভালো ফলনের জন্য তারা কৃষি বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন ধরনের সার দিয়েছেন। কিন্তু এখন ব্লাস্টের আক্রমণে ধান ক্রমেই শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে।

রাজনগর মনসুরনগর ইউনিয়নের তারাচুং গ্রামের রফিক মিয়া ঝুনুর মিয়া জানান, হাওরের ধলিয়ার বন্দে ১৫ বিঘারও বেশি জমিতে এবার তিনি বোরো ধান আবাদ করেছেন। কয়েকদিন থেকে তার ৫-৬ বিঘা জমির ধানে ‘মড়ক’ দেখা দিয়েছে। ধানে যে হারে মড়ক দেখা দিয়েছে তাতে এক বিঘা জমিতে ২-৩ মণ ধানের বেশি পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।

একই ইউনিয়নের বানারাই গ্রামের জুবেদ মিয়া, আশিক ও জমির আলী বলেন, তাদের যেসব জমিতে ধানের ছড়া এসেছে তাতে ‘মড়ক’ দেখা দিয়েছে। এ বছর তারা বোরো আবাদে ‘প্রচুর’ টাকা খরচ হয়েছে বলে জানান। জুবেদ মিয়া বলেন, ‘ফলন বিপর্যয় হলে এবার বাঁচার উপায় থাকবে না। গত তিন মৌসুমে ঘরে ৪০ কেজি ধানও তুলতে পারিনি। এবার ধান না পেলে ঋণের কারণে বাড়ি ছাড়তে হবে।’

কাউয়াদিঘী হাওরের কৃষক সুজন মিয়া বলেন, ‘আমার প্রায় ২ একর জমির ধানে মড়ক লেগেছে। মড়ক না লাগলে আমি এবার অনেক ধান পেতাম।’

হাইল হাওরের কৃষক রহমান মিয়া বলেন, ‘আমার তিন বিঘা জমির ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এবার ঘরে তেমন ধান উঠাতে পারি নাই। বাচ্চাদের নিয়া কীভাবে চলবো, বুঝতে পারছি না।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, বোরো জমিতে ‘বিক্ষিপ্তভাবে’ ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। জেলার ৩০-৪০ হেক্টর জমির ধান শুকিয়ে চিটা হয়ে গেছে। এ রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে ওষুধ ছিটালে কাজ দেয়। এ রোগ ঠেকাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

জমি থেকে কেটে এনে স্তুপ করে রাখা আধা-পাকা ধান (ছবি- প্রতিনিধি)

রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান বলেন, ‘নিজে ক্ষেতে গিয়ে দেখেছি, এটি ব্লাস্ট রোগের আক্রমণ। সব মিলিয়ে আক্রান্ত জমির পরিমাণ বেশি হবে না। ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছি। এক সপ্তাহ স্প্রে করলে রোগ থাকবে না। এ রোগ দেখা দিলেও বোরো ফলনের লক্ষ্যমাত্রা অর্জন বিঘ্নিত হবে না।’

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে মূলত বোরো ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। দিনে গরম আর রাতে ঠাণ্ডা পড়ায় এই রোগ ছড়াচ্ছে বোরো ধানে। চলতি বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ৩৮৪ মেট্রিক টন। ব্লাস্ট রোগের কারণে ফলন লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে। ব্লাস্ট রোগের কারণে ব্রি-২৮ জাতের ধান বেশি নষ্ট হয়েছে। গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার হাকালুকি ও কাউয়াদীঘি ও হাইল হাওর এলাকায় ২১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ধান আবাদ হয়েছে ২২ হাজার ৪৮৩ হেক্টর জমিতে। পুরো জেলায় মোট ৫৪ হাজার ১২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৪৭১ হেক্টর জমিতে আবাদের।’ তিনি আরও বলেন, ‘জেলার সব এলাকার জমিতে এ রোগ দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে মেডিসিন দেওয়ার কারণে এ রোগ চলেও গেছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলে ফিরলেন ব্রাজিল লিজেন্ড
জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলে ফিরলেন ব্রাজিল লিজেন্ড
নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ
নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু