X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন: চুমকি

রাজশাহী প্রতিনিধি
১২ মে ২০১৮, ২১:৩৫আপডেট : ১২ মে ২০১৮, ২১:৪৯

বক্তব্য রাখছেন– মেহের আফরোজ চুমকি (ছবি- প্রতিনিধি)

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘বাংলাদেশের নারীরা প্রতিটি ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

শনিবার (১২ মে) দুপুরে রাজশাহী সরকারি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়ার জন্য ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ নামের এ অনুষ্ঠান আয়োজন করে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলাদেশে নারীশিক্ষার প্রসার ঘটেছে। অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বী হয়ে উঠেছেন।’

তিনি আরও বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীর জন্য সবক্ষেত্রে সমান সুযোগ তৈরি করে দিতে হবে। অতীতে শিক্ষাসহ সব ক্ষেত্রে বাবার নাম দরকার ছিল, কিন্তু বর্তমান সরকারের সময়ে বাবার নামের পাশাপাশি মায়ের নাম দিতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশে নারী ক্ষমতায়ন এমন পর্যায়ে গেছে, যা নিয়ে আমরা গর্ব করতে পারি।’

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘প্রচারবিমুখ অনেক নারী আছেন, যারা জীবন সংগ্রামে সফল হয়েছেন; দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেসব নারীদের খুঁজে বের করে জয়িতা নির্বাচন করা হচ্ছে; সম্মাননা দেওয়া হচ্ছে, যাতে এদের দেখে অন্য নারীরাও অনুপ্রাণিত হন।’

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার ও নওগাঁর সাবেক এমপি মনোয়ারা হক।

এ বছর রাজশাহী বিভাগ থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নাটোর সদর উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের রুবিনা খাতুন। আর নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা নারী হিসেবে জয়িতা নির্বাচিত হয়েছেন একই উপজেলার কামারদিয়াড় গ্রামের রুবিয়া বেগম। এ ছাড়া, চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাল্লাপাড়া গ্রামের অনামিকা ঠাকুর, সফল জননী হিসেবে রাজশাহী নগরীর নামোভদ্রা মহল্লার আনোয়ারা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নগরীর কাজলা এলাকার কল্পনা রায় ভোমিক জয়িতা নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে তৃণমূলের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত করতে গেল কয়েক বছর ধরে সারাদেশে জয়িতা নির্বাচিত করে আসছে মহিলা ও শিশু বিষয়ক অধিদফতর। এবার বিভাগীয় পর্যায়ের এ পুরস্কারের জন্য রাজশাহী বিভাগের আট জেলা থেকে ১০ নারীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পরে সংবর্ধনা দেওয়ার আগে সকালে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ পাঁচ নারীকে নির্বাচিত করেন বিচারকরা। শনিবার দুপুরে তাদের সংবর্ধনা জানান প্রতিমন্ত্রী। এসময় শ্রেষ্ঠ জয়িতারা নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন। কেঁদে ফেলেন কেউ কেউ। বর্ণনা করেন নিজের সারাজীবনের সংগ্রামের কথা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক