X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভ্যানে চড়ে ভোট দিতে এলেন হানিফ

হেদোয়েৎ হোসেন ও তৌহিদ জামান
১৫ মে ২০১৮, ১০:৪৫আপডেট : ১৫ মে ২০১৮, ১১:১৯

ভ্যানে চড়ে ভোট দিতে এসেছেন হানিফ মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ভোটাররা ভোট দিচ্ছেন। এদেরই একজন হানিফ মোল্লা (৫০)। কোমরের হাড় ভাঙা বলে তিনি হাঁটা-চলা করতে পারেন না। তাই বলে ভোট না দিয়ে থাকতে পারেননি। তিনিও ভোট দিতে এসেছেন, ভ্যানে চড়ে।

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্র ভোট দিয়েছেন হানিফ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট তিনি।

এদিকে, ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন। নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের খুলনা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তুষার কান্তি রায় জানান, তার কেন্দ্রে মোট ভোটের ২০ শতাংশ দেওয়া হয়েছে। একই কথা জানিয়েছেন পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা অমল কুমার।

ভ্যানে চড়ে ভোট দিতে এলেন হানিফ

নগরীর বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়।

আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় খুলনায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯২ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৫ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন।

প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছেন চার হাজার ৯৭২ জন। এ নির্বাচনে পর্যবেক্ষক থাকছেন ২১৯ জন। এর মধ্যে ৪/৫ জন বিদেশি, ৩৫ জন নির্বাচন কমিশনার, ১৭৯ জন বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক।

আরও পড়ুন

বাড়ছে ভোটার উপস্থিতি, নারীরাই বেশি

 

ভোট দিলেন খালেক ও মঞ্জু

বিড়ম্বনায় কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভোটাররা

 

খুলনায় মেয়র পদপ্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ভোটগ্রহণ শুরু

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?