X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঘরে মূল্যবান জিনিস নেই, ক্ষুব্ধ হয়ে আগুন দিলো চোর

মাদারীপুর প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৬:৪১আপডেট : ১৯ মে ২০১৮, ১৬:৪১

চোরের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ঘর

মাদারীপুরের মাস্টারকলোনি এলাকার এক বাড়িতে চুরি করতে ঢুকে মূল্যবান মালামাল না পেয়ে ঘরে অগ্নিসংযোগে করে জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে চোরেরা। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার (১৯ মে) কলোনির হারুন-অর-রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

একই সময়ে পাশের বাড়িতেও হানা দেয় চোরের দল। র‌্যাব-৮ এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামের বাসায় আলমারির তালা ভেঙে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা।

ক্ষতিগ্রস্ত ও পুলিশ সূত্র জানায়, রাতে মাস্টারকলোনি এলাকার হারুন-অর-রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামের বসতঘরে কেউ ছিলেন না। চোর ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে এবং নগদ কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। মূল্যবান জিনিসপত্র না পেয়ে এক পর্যায়ে ঘরের কাপড় ও বিছানাপত্রে আগুন লাগিয়ে দরজা বন্ধ করে চলে যায় তারা। স্থানীয়রা আগুন টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চোরের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ঘর

ক্ষতিগ্রস্ত হারুন-অর-রশিদ বলেন, ‘এর আগেও তার খালি বাসায় দুইবার চুরির ঘটনা ঘটেছে। এবার চোরেরা মূল্যবান মালামাল না পেয়ে ঘরে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা আটকে পালিয়ে যায়। এই ধরনের ঘটনা উদ্দেশ্যমূলক। এই বিষয়ে পুলিশের গভীর তদন্ত করা দরকার।’

এ প্রসঙ্গে র‌্যাব-৮ এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘আমার বাসায় কেউ ছিল না। চোর ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে সব জিনিসপত্র, জামা-কাপড় এলোমেলো করেছে। কিছু কাপড়-চোপড় নিয়ে গেছে। কিন্তু ঘরের ভেতরে থাকা সিন্দুক ভাঙতে পারেনি। তাই নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিতে পারেনি।’

এই বিষয়ে জানতে চাইলে মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?