X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ছেলের অত্যাচার সইতে না পেরে থানায় গিয়ে বিষ চাইলেন মা

এস এম সামছুর রহমান, বাগেরহাট
১৯ মে ২০১৮, ১৭:৫১আপডেট : ১৯ মে ২০১৮, ২২:০৩

ছেলের অত্যাচারে অতিষ্ট হতভাগা মা

‘মানুষের বাড়িতে ঝি-এর কাজ করে সংসার চালিয়েছি, তবুও ছেলেকে কষ্ট বুঝতে দিইনি। আজ সেই ছেলে আমাকে কথায় কথায় মারপিট করে, খেতে দেয় না, কিছু হলেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমার আর বাঁচার কোনও ইচ্ছা নেই, আপনারা আমাকে একটু বিষ কিনে দেন।’ এভাবেই বিলাপ করছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মৃত উকিল উদ্দিন তরফদারের স্ত্রী আলেয়া বেগম (৬২)।

শনিবার (১৯ মে) দুপুরে চিতলমারী থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। বিলাপ করতে করতে থানায় উপস্থিত হন এ বিধবা নারী। এরপর থানায় গিয়ে পুলিশের কাছে ছেলের নির্যাতনের বর্ণনা দিয়ে বিষ চেয়েছেন এ হতভাগা মা।

এ ব্যাপারে আলেয়া বেগম জানান, ৮-৯ বছর আগে তার স্বামী উকিল উদ্দিন তরফদার মারা যান। স্বামীর মৃত্যুর পর মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে তার একমাত্র ছেলে সুজনকে বড় করে তোলেন। এখনও অসুস্থ শরীর নিয়ে মাঝেমধ্যে মানুষের বাড়িতে কাজে যান। বাইরে থেকে যা কিছু রোজগার করেন, সবই ছেলের হাতে এনে তুলে দেন তিনি। কিন্তু এখন অসুস্থ থাকায় কাজে যেতে পারেন না। এ পরিস্থিতিতেও ছেলে তাকে টাকার জন্য চাপ দেয়। শনিবার সকালে সুজন তার মা আলেয়া বেগমের কাছে টাকা চাইলে তিনি দিতে না পারায় মাকে মারপিট করে। ছেলের নির্যাতন সইতে না পেরে তিনি থানায় এসে অভিযোগ দায়ের করেছেন এই মা।

আলেয়া বেগম আরও জানান, ছেলে তাকে সামান্য ব্যাপারে গায়ে হাত তোলে। সারারাত বাইরে থেকে জুয়া খেলে ঘরে ফেরে। প্রতিদিন তাকে টাকা দিতে না পারলে মারপিট করে। এখন আর ধৈর্য নেই। নিরুপায় হয়ে থানায় এসেছি। পারলে বিষ দেন।

এ সময় উপস্থিত লোকজনকে তিনি বলেন, ‘আপনারা আমাকে একটু বিষ কিনে দেন। আমি আর ঘরে ফিরতে চাই না। বাড়িতে গেলে ছেলে যদি জানতে পারে যে- তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি, তাহলে আমাকে আর জ্যান্ত রাখবে না।’

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, আলেয়া বেগমের কাছ থেকে তার ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম