X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মতিয়া চৌধুরীকে প্রত্যাহারসহ ৫ নেতাকে বহিষ্কার, শেরপুর আ. লীগে উত্তেজনা

শেরপুর প্রতিনিধি
২১ মে ২০১৮, ০৯:৫৫আপডেট : ২১ মে ২০১৮, ১৩:৩৬

জেলা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ এবং আরও পাঁচ নেতাকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে শেরপুরের দলীয় নেতাকর্মীদের মধ্যে।

রবিবার (২০ মে) দুপুরে আওয়ামী লীগের একটি অংশ শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের কুশপুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল এবং সংবাদ সম্মেলন করেছে। আগের দিন শনিবার (১৯ মে) রাতেই শেরপুর-ময়মনসিংহ-ঢাকা সড়ক একঘণ্টা অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীদের একাংশ।

তবে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের নেতৃত্বাধীন জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বলেন, ‘নিয়ম মেনেই কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও সংসদ সদস্য ফজলুল হক চাঁনসহ অন্য নেতাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দলীয় সভানেত্রীর কাছে সাক্ষাৎ করে বলতে চাই।’

অপরপক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সমর্থিত জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বাধীন নেতারা বলছেন, জেলা আওয়ামী লীগে একপেশে কমিটি হওয়ার পর থেকেই আমরা এ কমিটির প্রতি অনাস্থা দিয়ে কেন্দ্রে আপিল করেছি। আপিলের শুনানি চলা অবস্থায় এ কমিটি কারো বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারে না।

জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল বলেন, ‘এ কমিটির সিদ্ধান্তে আমাদের যায় আসে না। আগামী সংসদ নির্বাচনে হুইপ আতিককে যেন মনোনয়ন না দেওয়া হয় এজন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। কারণ, তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত।’

উল্লেখ্য, শনিবার (১৯ মে) সন্ধ্যায় চকবাজার দলীয় কার্যালয়ে শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর-২ আসনের এমপি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে জেলার সব কার্যক্রম থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শেরপুর-৩ আসনের এমপি ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুন্নাহার কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এছাড়া নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে