X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইয়াবা পাইকারকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী

মাদারীপুর প্রতিনিধি
২২ মে ২০১৮, ১৭:১১আপডেট : ২২ মে ২০১৮, ১৯:৩৭

মাদারীপুর মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর এলাকা থেকে একজন পাইকারি ইয়াবা ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (২১ মে) রাতে হাজরাপুরে শাওন নামের একজন খুচরা ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে ইয়াবা পৌঁছে দিতে যাওয়ার সময় শাহীন নামের ওই পাইকারকে আটক করে এলাকাবাসী। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারশ’ পিস ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২২ মে) মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার হাজরাপুর পুটিয়া এলাকার শাওন নামে এক মাদক বিক্রেতার কাছে মাঝে মধ্যেই মোটরসাইকেল নিয়ে ইয়াবা পৌঁছে দিতে যায় বিভিন্ন মাদক ব্যবসায়ী। বিষয়টি স্থানীয়রা জানতেন, কিন্তু কিছু বলার সাহস পেতেন না। চলমান মাদকবিরোধী অভিযানের কারণে জনগণ প্রতিবাদ করার সাহস পায়।

সোমবার রাতে এশার নামাজের পর স্থানীয় মসজিদের পাশে দাঁড়ানো এলাকাবাসী মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে একজনকে শাওন নামের ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে দেখেন। তারা তাৎক্ষণিক তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। এ সময় শাওন পালিয়ে যায়। দুটি প্যাকেটে ৪০০ পিস ইয়াবাসহ ধরা পড়ে শাহীন। এলাকাবাসী তাকে মসজিদের মধ্যে আটকে রেখে মাদারীপুর মডেল থানা পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে হাজরাপুর গ্রামের সোনা মিয়া জানান, স্থানীয় বখাটে শাওন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এলাকাবাসী তার বাড়িতে বিভিন্ন সময় মাদক কেনাবেচার জন্য লোকজনের আনাগোনা দেখেও ভয়ে কিছু বলেনি। কিন্তু প্রধানমন্ত্রীর মাদকবিরোধী অভিযানের ঘোষণার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী সাহস পায়। নামাজ শেষে তারা যখন দেখেন একজন মাদক ব্যবসায়ী শাওনের বাড়িতে ঢুকছে, তখন তাকে আটক করে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে সদর থানা পুলিশে খবর দেওয়া হয়।

মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, এলাকাবাসী ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক রেখেছে মোবাইলে এ ধরনের খবর পেয়ে সদর থানার একটি টিম ঘটনাস্থলে যায়। আটক মাদক ব্যবসায়ীর বাড়ি সদর উপজেলার রাস্তি ব্রিজের কাছে। এ ধরনের সচেতনতার ঘটনায় এলাকাবাসী অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড