X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কেসিসি নির্বাচনের অভিযোগ তদন্ত শুরু

খুলনা প্রতিনিধি
২২ মে ২০১৮, ২০:৩৯আপডেট : ২২ মে ২০১৮, ২০:৪৪

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের তিন সদস্যের কমিটি। মঙ্গলবার (২২ মে) সকাল থেকে তদন্ত দলের সদস্যরা স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের সংশ্লিষ্টদের  সঙ্গে কথা বলেন। বয়রায় আঞ্চলিক নির্বাচন অফিসারের সভাকক্ষে এ তদন্ত কার্যক্রম শুরু হয়।

তদন্ত কমিটির প্রধান ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান জানান, তদন্ত শেষে কমিটি নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে।

সূত্রে জানা গেছে, কেসিসি নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের ২০২ নং কেন্দ্র, ৩১ নম্বর ওয়ার্ডের ২৭৭ ও ২৭৮ নং কেন্দ্রে ১৫ মে ভোট গ্রহণের দিন কী ঘটেছিল, তদন্ত কমিটির সদস্যরা সে বিষয়টি জানার চেষ্টা করছেন। বুধবারও তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।

তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান, দুই সদস্য হলেন উপ-সচিব মো. ফরহাদ হোসেন এবং সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘বন্ধ ৩টি কেন্দ্রে আগামী ৩০ মে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ অনুযায়ী ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে পুনঃনির্বাচনের বিষয়টি জনসাধারণকে জানানো হয়েছে। পুনঃভোটগ্রহণের জন্য ওই ৩টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও প্রার্থীদের এজেন্টও পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ মে কেসিসি নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে ২৪ নম্বর ওয়ার্ডের ২০২ নং ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২) এবং ৩১ নম্বর ওয়ার্ডের ২৭৭ নং লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭৮ নং ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ করা হয়।

আরও পড়ুন- কেসিসিতে জাপা মেয়র প্রার্থীর জামানত হারানোর ৫ কারণ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত