X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভোট চলছে

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ০৯:৫৪আপডেট : ২৪ জুন ২০১৮, ০৯:৫৪

সোনাছড়া চা বাগানে শো ডাউন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। রবিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ২২৮টি চা বাগান ও ফাঁড়ি বাগানের মোট ৯৮ হাজার ৭৫২ জন চা শ্রমিকরা তাদের ভোট  প্রদান শুরু করেছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর আগের দিন (২৩ জুন) নির্বাচনি মালামাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছে।’

জানা যায়, চা শ্রমিক ইউনিয়নে এবারের নির্বাচনে কেন্দ্রীয় কমিটিতে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে ভোট প্রার্থনা ও আর্শীবাদ চেয়েছেন। পোস্টারে পোস্টারে বাগানগুলো ভরে গেছে। প্রার্থীদের সমর্থনে কর্মীরা দল বেধে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির পদে হাডাহাড্ডি লড়াই হবে। এ কমিটিতে রয়েছে তিনটি প্যানেল। সংগ্রাম কমিটির ব্যানারে প্যানেলে সভাপতি পদে মাখন লাল কর্মকার ও সাধারণ সম্পাদক পদে রামভজন কৈরী ও চা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে বিজয় বুনার্জি ও সাধারণ সম্পাদক পদে সীতারাম অমলিক, মহা সংগ্রাম কমিটি ব্যানারে শ্রী ধনী কুর্মী ও গীতা কানুর নেতৃত্বে চা বাগানে নির্বাচনি কার্যক্রম চলছে। অপরদিকে বালিশিরা ভ্যালি সভাপতি হিসেবে প্রাণেশ গোয়ালা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিতে যাচ্ছেন চা শ্রমিকরা

চা শ্রমিক সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী জানান, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে পূর্ণ প্যানেলে জয়লাভে আশাবাদী।’

চা শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি প্রার্থী বিজয় বুনার্জী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেতরে ভেতরে টাকার খেলা চলছে।’

মহা সংগ্রাম কমিটি ব্যানারে শ্রী ধনী কুর্মী বলেন, ‘বিপুল ভোটে জয়লাভ করবো বলে আশাবাদী।’

শ্রীমঙ্গল জঙ্গলবাড়ী চা বাগান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিটি ভোট সেন্টারে একটি করে বুথ রয়েছে। আমার সেন্টারে একটি বুথে ৩৯৮ জন ভোটার তাদের ভোট প্রদান করছেন।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বলেন, ‘জেলার সব কটি ভোট কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শ্রীমঙ্গল চা শিল্প  শ্রমকল্যাণ বিভাগের উপ-শ্রম পরিচালক মো. গিয়াস উদ্দিন জানান, ‘নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। চা বাগানে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

উল্লেখ্য, নিবাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসকরা নির্বাচনের সমন্বয়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট ২০টি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা প্রিজাইডিং অফিসার ও পোলিং পার্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেনন। এছাড়া সংশ্লিষ্ট চা বাগান কেন্দ্রিক প্রাথমিক বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
বৈশ্বিক রিপোর্টের তথ্যদুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল