X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ফুটপা‌তে প‌ড়ে থাকা সেই মা‌য়ের দা‌য়িত্ব নেবে কু‌ড়িগ্রাম জেলা প্রশাসন

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
১১ জুলাই ২০১৮, ১১:১৩আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৫:০৬

ফুটপাতে পড়ে থাকা সেই মা, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত রাজধানীর কলাবাগানের ফুটপা‌তে প‌ড়ে থাকা সেই অসুস্থ মা ও তার সন্তানদের পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলা প্রশাস‌নের ফেসবুক পেজে এ সংক্রান্ত এক‌টি পোস্ট দি‌য়েছেন।

পোস্টে জেলা প্রশাসক বলেছেন, ‘রাজধানীর কলাবাগানে ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকা সেই অসুস্থ মায়ের দায়িত্ব নিতে চাই আমি। শুধু কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে ওই পরিবারকে পুনর্বাসন করবো। এছাড়া ওই পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সে ব্যবস্থাও করা হবে।’
কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ‌মিন আল পারভেজের সঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি জানান, সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ও বি‌ভিন্ন মি‌ডিয়ার মাধ্য‌মে বিষয়‌টি জান‌তে পে‌রে জেলা প্রশাসক মহোদয় ওই মা ও তার সন্তান‌দের পুনর্বাস‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে নেওয়া সরকা‌রি কা‌জে জেলা প্রশাসক ঢাকায় র‌য়ে‌ছেন জা‌নি‌য়ে ইউএনও জানান, ‘জী‌বিকার তা‌গিদে ঢাকায় চ‌লে যাওয়া কু‌ড়িগ্রা‌মের ওই অসুস্থ মা ও তার সন্তান‌দের দেখ‌তে যেতে পারেন জেলা প্রশাসক। সম্ম‌তি সা‌পে‌ক্ষে কু‌ড়িগ্রা‌মে ‌ফিরি‌য়ে এ‌নে তা‌দের পুনর্বাস‌নের ব্যবস্থাও করা হ‌বে।’

তিনি আরও জানান, ঢাকায় ফুটপাতে থাকা ওই পরিবারকে কুড়িগ্রামে ফিরিয়ে আনার জন্য কুড়িগ্রাম সমিতি, ঢাকা দায়িত্ব নিয়েছে। প‌রিবার‌টি ফি‌রে আসলে পুনর্বাসনসহ তা‌দের‌কে সরকা‌রের সামা‌জিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সম্ভাব্য সব সু‌যোগ-সু‌বিধা দেওয়ার ব্যবস্থা করা হ‌বে।

প্রসঙ্গত, ৬ জুলাই রাজধানীর সোবহানবাগ মসজিদের কাছে প্রচণ্ড জ্বর নিয়ে ফুটপাতে পড়েছিলেন এক অসুস্থ মা। আর দুই সন্তান তার মাথায় পানি ঢালছে। এই দৃশ্য দেখে ছবি তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি ছবিটি ফেসবুকে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। প‌রে জানা যায়, অসুস্থ ওই মা‌য়ের নাম ফ‌রিদা। তার বাড়ি কু‌ড়িগ্রা‌মে। জী‌বিকার তা‌গি‌দে কয়েক  বছর আগে তারা ঢাকায় চলে আসেন। কিন্তু অভাব থে‌কে মু‌ক্তি পায়‌নি অসহায় ওই মা।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল