X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কোটা আন্দোলন ন্যায্য, আটকদের মুক্তি দিন: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:২৭

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি এই ন্যায্য আন্দোলনকে সমর্থন করে। কোটা আন্দোলনে যেখানে ছাত্রদের দাবি ছিল কোটার সংস্কার, সেখানে প্রধানমন্ত্রী আগ বাড়িয়ে ঘোষণা দিলেন চাকরির ক্ষেত্রে কোনও কোটাই থাকবে না। এখন তিনি নিজের সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে আন্দোলনকারীদের নিষ্ঠুরভাবে দমন করছেন, যা সম্পূর্ণভাবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার ফল।’

সোমবার (১৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে রুহিনা থানার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই, যে আওয়ামী লীগ আমরা দেখেছি ১৯৭১ সালে, বা স্বাধীনতা যুদ্ধের আগে, কিংবা ৮০’র দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে। যারা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, যারা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন, সেই আওয়ামী লীগ আর নেই। আজ দেশে আওয়ামী লীগই সবচেয়ে বড় নির্যাতনকারী হয়ে দাঁড়িয়েছে। তারা দমন করছে ভিন্নমতকে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চান তারা।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাইকোর্টে জামিন পেয়েছেন। সেটাকে বিলম্বিত করার পরেও তিনি সুপ্রিমকোর্ট থেকেও জামিন পেয়েছেন। কিন্তু সেই জামিনেও তাকে মুক্ত হতে দিচ্ছে না এই সরকার। যার কারণ একটাই, সেটা হচ্ছে এই সরকার বেগম জিয়াকে রাজনীতি থেকে, আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে আমরা বলেছিলাম একদিনের জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়ান। দেখুন জনগণ আপনাদের অবস্থা কী করে। ওবায়দুল কাদের উত্তরে বলেছিলেন, এক ঘণ্টাও যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে তাহলে নাকি দেশে রক্তের নদী হয়ে যাবে। তিনি আ.লীগের কর্মীদের বলেছেন, আপনারা টিকতে পারবেন না। হঠাৎ এই উপলব্ধি কেন? কারণ, আওয়ামী লীগ নিশ্চিত যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। জোর করে, মানুষ খুন করেই তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। সেজন্যই তারা দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ অন্য নেতারা।

আরও পড়ুন- শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল