X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগে মামলা

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ০১:১২আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০১:১২




রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। একইসঙ্গে রিটার্নিং কর্মকর্তার কাছেও অভিযোগ করা হয়েছে। সোমবার (১৬ জুলাই) বিকালে লিটনের নির্বাচনি আইন সহায়তা উপকমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম এই অভিযোগ করেন।

চারটি অভিযোগে অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম উল্লেখ্য করেছেন, নগরীর হাদীর মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত লিটনের পোস্টার লাগানো ছিল। রবিরার (১৫ জুলাই) রাতে এলাকার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থীর ২০-২৫টি ফেস্টুন কেটে ফেলেছে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ফেস্টুন কেটে নৌকা প্রতীকের প্রার্থীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করারও অভিযোগ আনা হয় মামলায়।

এদিকে, শাহ মখদুম থানার আমচত্বরের পূর্ব দিকে রাত ৮টার দিকে নৌকার সমর্থকদের বিএনপির নেতাকর্মীরা ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থকরা চরম আতঙ্কে আছেন বলে অভিযোগে বলা হয়।

অপরদিকে, ৯ নম্বর ওয়ার্ড পাঠানপাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি ও জামায়াতের কিছু মহিলাকর্মী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগকে ইসলামের শত্রু বলে কুৎসা রটনার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, এতে লিটনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের ভোটারদের ৩০ নম্বর ওয়ার্ড চৌদ্দপাই এলাকায় হুমকি দেওয়ার অভিযোগ করা হয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘বিষয়টি তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?