X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কুমিল্লা বোর্ডের মধ্যে ফেনীতে পাসের হার সবচেয়ে কম

রফিকুল ইসলাম, ফেনী
২৩ জুলাই ২০১৮, ১৩:৫২আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৪:১৮

ফেনী এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলার মধ্যে ফেনীতে পাসের হার সবচেয়ে কম । বোর্ডে এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ হলেও ফেনী জেলায় পাসের ৫০.৮২ শতাংশ। একই সঙ্গে জেলায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে।

সূত্রমতে, পাসের দিক দিয়ে ছয় জেলার মধ্যে কুমিল্লা শীর্ষে রয়েছে। যথাক্রমে কুমিল্লা ৭৩.৫৮ শতাংশ, চাদঁপুর ৬৯.৮০ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া ৬১.৮০ শতাংশ, নোয়াখালী ৬০.৪০ শতাংশ, লক্ষ্মীপুর ৫৯.৪৯ শতাংশ ও ফেনী ৫০.৮২ শতাংশ।

জেলা প্রশাসনের সূত্রমতে, জেলার ৪০টি কলেজ থেকে এ বছর ১০ হাজার ৬২৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৪০১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। এর আগে জেলায় ২০১৬ সালে পাসের হার ছিল ৬২.৫২% ও জিপিএ-৫ পেয়েছিল ১৪০ জন। ২০১৭ সালে জেলায় পাসের হার ছিল ৪৪.৫০% এবং জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন।

তবে ফেনী গার্লস ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে। এ কলেজ থেকে ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

অন্যদিকে,ফেনী সরকারি কলেজ থেকে ১ হাজার ৬০২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক হাজার ১৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন এবং পাসের হার ৭১%। জয়নাল হাজারী কলেজ থেকে ৩৮১ জনের মধ্যে পাস করেছে ৩৩৭ জন। পাসে হার ৮৮.৫৪%। সরকারি জিয়া মহিলা কলেজে ১ হাজার ১৭৩ জনের মধ্যে পাস করেছে ৭৫১ জন, জিপিএ -৫ পেয়েছে ১ জন। পাসের হার ৬৪.০২%।

ফাজিলপুর সাউথইস্ট কলেজে ১৮০ জনের মধ্যে পাস করেছে ১৫৬ জন। পাসের হার ৮৬.৬৭%। ছাগলনাইয়ার মৌলভী সামছুল করিম কলেজ থেকে ৪৯৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১৭ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন। পাসের হার ৬৪.৩০%। ছাগলনাইয়া সরকারি কলেজে এক হাজার ৫১ জনের মধ্যে পাস করেছে ২০৫ জন। পাসের হার ১৯.৫০%। জেলার ফেনী সদর উপজেলা থেকে ৫ হাজার ২২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে তিন হাজার ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। পাসের হার ৬২.৬৪%।

সোনাগাজী উপজেলা থেকে ৯২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭৮ জন, জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের হার ৩০.২০%।

ছাগলনাইয়া উপজেলা থেকে এক হাজার ৮২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৬০ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন। পাসের হার ৩৬.১৯%।

দাগনভূঁঞা উপজেলা থেকে এক হাজার ৩০৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৪১ জন। পাসের হার ৪৮.৯৭।

ফুলগাজী উপজেলা থেকে ৮৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৩৩ জন। পাসের হার ৩৫%। পরশুরাম উপজেলা থেকে ৪৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪৫ জন। পাসের হার ৩১.২৬%।

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘এ বছর কলেজের ফলাফল সন্তোষজনক না হলেও মোটামুটি ভালো। এজন্য শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও ছিল।’

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হাকিম জানান, কলেজের ভালো ফলাফলে শিক্ষক শিক্ষার্থী সবাই খুশি হয়েছে। তবে ভালো ফলাফলের জন্য শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করেছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ