X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিভিন্নভাবে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ২৩:১৫আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২৩:৪৩

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দলীয় সভায় বক্তব্য রাখছেন কাজী নাবিল আহমেদ এমপি যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ভিন্ন ভিন্ন নামে জামায়াত, কখনও সুশীল সমাজ, কখনও কোটা, কখনও যানবাহন ইস্যুতে তারা বিভিন্নভাবে সরকারকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের সড়কে ধাবমান, এদেশকে যখন কেউ ঠেকিয়ে রাখতে পারছে না, আমাদের দেশকে যখন বিশ্বের রোল মডেল করা হচ্ছে, ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে পরিণত হতে যাচ্ছে— সেই সময়ে দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল ফাঁদা হচ্ছে।’

বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যশোর সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি  অ্যাড. আবুল হোসেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘এই ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০-৬০ এর দশকে তার সংগ্রাম চালিয়ে গিয়ে ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করেছেন, ৩০ লাখ শহীদের রক্ত স্নাত মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে।’

সংসদ সদস্য কাজী নাবিল বলেন, ‘আমাদের সবার প্রেরণা, সবার শক্তির উৎস হচ্ছেন বঙ্গবন্ধু এবং তার আদর্শ। তিনি বাংলাদেশকে কী পরিমাণ ভালোবাসতেন, তা আমরা তাকে পাঠ করলেই বুঝবো। তিনি দেশের জন্যে নিজের জীবন দিয়েছেন, তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুদ্র কর্মী আছি, আমাদের সবারই দায়িত্ব হচ্ছে— তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। ১৫ আগস্টের এই শোককে শক্তিতে পরিণত করা।’

তিনি দৃঢ়কণ্ঠে বলেন,  ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।’

কাজী নাবিল আরও বলেন, ‘এই আগস্ট মাসে আমাদের সবার প্রত্যয় হোক— বঙ্গবন্ধুর সোনার বাংলা অর্জন করার জন্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনও ধরনের জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিন্ন করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার গঠনের সুযোগ করে দেওয়া। সেলক্ষ্যে সদর আসনসহ যশোরের ছয়টি এবং দেশের অন্যান্য আসনেও নৌকা মার্কাকে জয়যুক্ত করার মাধ্যমে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে। আর এজন্য আসুন, আমরা নিজেদের ভেতরকার ক্ষুদ্র ক্ষুদ্র ভেদাভেদ, রেষারেষি সব কিছু ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।’

গত সাড়ে চার বছরে যশোর সদরে যে প্রভূত উন্নয়ন কর্মকাণ্ড  সম্পন্ন করা হয়েছে এবং চলমান রয়েছে, সেসব কাজের তালিকা তুলে ধরে নেতারা আগামী সংসদ নির্বাচনে যশোর সদর-৩ সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে জননেতা কাজী নাবিল আহমেদ পুনরায় মনোনয়ন দিতে দলীয় সভাপতির প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন— জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, সদর উপজেলা কমিটির সভাপতি মোহিত কুমার নাথ, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা খাতুন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সৈয়দ মেহেদি হাসান, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু, হাফিজুর রহমান, লুৎফুল কবীর বিজু প্রমুখ।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি