X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রা সহজ করতে সৈয়দপুরে ৭৫টি কোচ মেরামত

নীলফামারী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ০৯:২১আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ০৯:২৭

 

সৈয়দপুরে মেরামত হচ্ছে ৭৫টি কোচ এবারের ঈদে রেলপথে যাত্রীসেবা নিশ্চিত করতে ঢাকা থেকে রেলের পশ্চিমাঞ্চলে চলাচল করবে বিশেষ ৪টি ট্রেন। সে জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিভিন্ন শ্রেণির পুরনো ৭৫টি কোচ মেরামত করা হয়েছে। ইতোমধ্যে ৪৫টি কোচ মেরামত সম্পন্ন করে পাকশী ও লালমনিরহাট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলোও আজ শুক্রবারের (১৭ আগস্ট) মধ্যে হস্তান্তর করার নিশ্চয়তা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে দিনাজপুর, রাজশাহী, লালমনিরহাট ও খুলনা রেলপথে চলবে ঈদের বিশেষ ৪টি ট্রেন। ওইসব ট্রেনের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় মিটারগেজের ২০টি ও ব্রডগেজের ৫৫টি পুরাতন কোচ মেরামত করা হয়। বিশেষ ট্রেনে সংযুক্ত করার পর অতিরিক্ত কোচগুলো অন্যান্য ট্রেনের সঙ্গে বিশেষ কোচ হিসেবে পরিবহন কাজে ব্যবহার করা হবে। ১৮ আগস্ট থেকে ঈদের আগের দিন এবং ঈদের পর ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলাচল করবে বিশেষ ট্রেনগুলো। তাই ছুটির দিনেও অতিরিক্ত সময় কাজ করে কারখানার ৪টি শপের শ্রমিকরা দ্রুত সময়ে মেরামত সম্পন্ন করছেন ৭৫টি কোচের।

ক্যারেজ হেভি রিপেয়ার শপের (সিএইচ আর শপ) সিনিয়র সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মোমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘এ শপে ১৪০ শ্রমিক থাকার কথা। তবে এখন কর্মরত আছেন মাত্র ৫৬ জন শ্রমিক। শ্রমিক নিয়োগের বিষয়টি কারখানায় জরুরি হয়ে পড়েছে। তাই শুক্র ও শনিবার ছুটির দিনেও ঈদকে সামনে রেখে ও রেলওয়ে যাত্রীসেবা নিশ্চিত করতে অতিরিক্ত সময় কাজ করছে শ্রমিকরা।’

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই খুদা বাংলা ট্রিবিউনকে জানান, ‘১৭ আগস্টের মধ্যে এসি বার্থ সহ ৭৫টি কোচই মেরামত সম্পন্ন করা হবে। ফলে এবারেও ঈদে অধিক সংখ্যক যাত্রী পরিবহন করা সম্ভব হবে।’

আরও পড়ুন- নিরাপদ যান চলাচলে যত পদক্ষেপ পুলিশ সদর দফতরের

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ