X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু, আরও ১০ হাজার আমদানির টার্গেট

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ১৯:৩১আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:১০

মিয়ানমার থেকে এভাবে ট্রলারে করে আনা হচ্ছে গরু-মহিষ

কোরবানির ঈদের আর মাত্র পাঁচ দিন বাকি। ঈদ সামনে রেখে শুক্রবার (১৭ আগস্ট) মিয়ানমার থেকে ১১শ’ গরু-মহিষ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। যেগুলো শাহপরীর দ্বীপ করিডোরে রাখা হয়েছে। ঈদের আগ দিয়ে দেশটি থেকে আরও ১০ হাজার পশু আমদানির টার্গেট রয়েছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা যায়, শুক্রবার সকালে মিয়ানমার থেকে সাগরপথে শাহপরীর দ্বীপ করিডোরে ১০টি ট্রলারে করে এক হাজার ১২৯টি গরু-মহিষ দ্বীপের জেটি ঘাটে এসে পৌঁছেছে। এর মধ্যে এক হাজার ৭৭টি গরু এবং ৫২টি মহিষ। এসব গবাদিপশু আবদুল্লাহ মনির, ওমর ফারক, সোহেল রানা, মো. ইসলাম, মো. শাহীন, উলামং ও লাজুসহ ১০ জন আমদানিকারক নিয়ে এসেছেন।

জানতে চাইলে ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘কোরবানির মৌসুমে ইতোমধ্যে মিয়ানমার থেকে পাঁচ হাজার গবাদিপশু আমদানি করেছি। এছাড়া কোরবানির আগে আরও এক হাজার গরু-মহিষ আমদানির টার্গেট রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সাগর উত্তাল থাকায় গত দুদিন পশু আমদানি বন্ধ ছিল। ফলে (১৭ আগস্ট) শুক্রবার আমদানি করা ১০৫টি গরু-মহিষ ভালো দামে বিক্রি করেছি।’ তবে গত বছরের তুলনায় এ বছর ব্যবসা ভালো হয়েছে বলেও জানান তিনি।

মিয়ানমার থেকে নিয়ে আসা গরু শাহপরীরদ্বীপ এলাকায় রাখা হয়েছে

কাস্টমস সূত্র জানায়, কোরবানি আসতে আর কয়েকদিন বাকি আছে, এরমধ্যে মিয়ানমার থেকে আরও ১০ হাজার গরু-মহিষ আমদানির টার্গেট রয়েছে ব্যবসায়ীদের। এছাড়া শুক্রবার সকালে মিয়ানমার থেকে সাগরপথে শাহপরীর দ্বীপ করিডোরে ১০টি ট্রলারে করে এক হাজার ১২৯টি গরু-মহিষ দ্বীপের জেটি ঘাটে এসে পৌঁছে। এর আগের দিন (বৃহস্পতিবার) ৪৭টি গরু-মহিষ আমদানি করা হয়। তার বিপরীতে সরকার পাঁচ লাখ ৮৮ হাজার টাকা রাজস্ব পাবে। এর আগে চলতি আগস্ট মাসের ১৩ দিনে পাঁচ হাজার ৬৭৬ গবাদিপশু আমদানি করা হয়েছিল। এরমধ্যে চার হাজার ৭৫টি গরু এবং এক হাজার ৪৭৯টি মহিষ। এতে সরকার ২৮ লাখ ৩৮ হাজার রাজস্ব পেয়েছে এবং জুলাই মাসে এসেছে ছয় হাজার ১০৬টি গরু-মহিষ। এ বছর মৌলভী বোরহান, আবদুল্লাহ মনির, ওমর ফারুক, সোহেল রানা, উলামং মিয়ানমার থেকে গবাদিপশু আমদানির শীর্ষে রয়েছেন।
টেকনাফ শুল্ক স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কোরবানির ঈদের বাকি মাত্র পাঁচ দিন। আমদানিকারকদের মিয়ানমার থেকে আরও বেশি পশু আমদানি করতে উৎসাহিত করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের কথামতে, কোরবানির ভেতর আরও ১০ হাজার গবাদিপশু আনার কথা রয়েছে। পশু আমদানিতে রাজস্বে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন ব্যবসায়ীরা। দেশে পশুর চাহিদা পূরণে আমদানি অব্যাহত থাকবে।’

টেকনাফ উপজেলা পশু আমদানিকারক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ মনির জানান, ‘পশু আমদানি থেকে সরকার কোটি টাকা রাজস্ব আদায় করলেও ব্যবসায়ীরা কোনও সুবিধা পাচ্ছেন না।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘শাহপরীর দ্বীপ করিডোরে গরু ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পশু সরবরাহের ক্ষেত্রে পথে যেন কোনও চাঁদাবাজি না হয় এবং পশুবোঝাই ট্রলারে করে যাতে কোনও মাদক ঢুকতে না পারে সে বিষয়ে নজরদারি রয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে