X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

খুলনায় ভিজিএফের চাল বিতরণকালে হামলার ঘটনায় ৩৫ জনের নামে মামলা

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১৫:২৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৩৩

খুলনা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকালে ওজনে কম দেওয়ার অভিযোগে হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শনিবার দুপুরে ইউপি কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় মহিলা বিষয়ক অধিদফতরের দিঘলিয়া অফিসের প্রশিক্ষক শেখ নবীর হোসাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় চন্দনীমহলের মেম্বার আশরাফ মোল্লার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে এ মামলাটি থানায় নথিভুক্ত করা হয়। এরপর রাতেই ভোগদিয়া এলাকায় অভিযান চালিয়ে বাবু (২৫) ও রফিকুল (৩০) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। হামলা ও ভাঙচুরকারীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার ভিজিএফের চাল বিতরণকালে ওজনে কম দেওয়ার অভিযোগ এনে বেলা পৌনে ২টায় একদল লোক সেনহাটী ইউনিয়নের চেয়ারম্যানের রুমে হামলা চালায়। তারা জানালার কাঁচ ভাঙচুর করে পরিষদের অধিকাংশ জানালার কাঁচ ভেঙে ফেলে। এ সময় চেয়াম্যানের রুমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শম্পা কুন্ডু, চেয়াম্যান গাজী জিয়াউর রহমানসহ ইউপি সদস্যরা। অতর্কিত হামলায় তারা হতভম্ব হয়ে বাথরুমসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়ে অক্ষত থাকেন। অল্পের জন্য রক্ষা পান ইউএনও শম্পা কুন্ডু, ইউপি চেয়ারম্যান জিয়া গাজী ও থানার ওসি।

সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়া জানান, সকাল ৯টা থেকে চাল বিতরণের আগে ট্যাগ অফিসার শেখ নবীর হোসেন, পুলিশ আফিসারসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরিষদ থেকে চাল মেপে বুঝে নেওয়ার পর কিছুদূর গিয়ে কতিপয় লোক অভিযোগ করে চাল কম দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- ‘চাল কম দিলেন চেয়ারম্যান, অবরুদ্ধ ইউএনও’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ