X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চাপ দিয়ে ডিভোর্স, এরপরও সুবর্ণাকে হত্যার হুমকি দিতো শ্বশুর!

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
৩১ আগস্ট ২০১৮, ১১:২৫আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২০:৪৫

সুবর্ণা আক্তার নদী ধনী ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে রাজীব হোসেনের সঙ্গে সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর বিয়ে হয় গোপনে। সুবর্ণার এটি দ্বিতীয় বিয়ে। সবার অমতে বিয়ে হওয়ায় কোটিপতি আবুল হোসেন এই সম্পর্ক কখনোই মেনে নেননি। এ কারণেই জোর করে ছেলেকে দিয়ে ডিভোর্স করান। এরপরও বসে ছিলেন না তিনি। সুবর্ণাকে প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আবুল হোসেন। সুবর্ণার মা মর্জিনা বেগম এই অভিযোগ করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুবর্ণার প্রথম স্বামী নেশায় আসক্ত হওয়ায় বিয়ের এক বছরের মাথায় ২০০৯ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বাল্যবিয়ে হওয়ায় তখন অল্পবয়সী সুবর্ণা তার শিশুসন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন। আবার শুরু করেন লেখাপড়া। এর মধ্যেই ২০১৫ সালে দিকে রাজীবের সঙ্গে পরিচয় হয় সুবর্ণার। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর একপর্যায়ে ২০১৬ সালের ৬ জুন গোপনে কাজী অফিসে গিয়ে ৫ লাখ ১ টাকা দেনমোহরে সাংবাদিক সুবর্ণাকে বিয়ে করেন রাজীব। এর কিছুদিন পর রাজীবের পরিবার বিষয়টি জেনে যায়। রাজীবের বাবা আবুল হোসেন ও তার মা আসলিমা হোসেন এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি। তখন সুবর্ণাকে ডিভোর্স দেয়ার জন্য রাজীবকে চাপ দিতে থাকেন তার মা-বাবা। এরই মধ্যে রাজীবের বাবা তার বোনের মেয়ের সঙ্গে রাজীবের বিয়ে ঠিক করে ফেলেন। আর এ কারণেই রাজীবকে জোর করে ডিভোর্স করিয়ে নেন তার বাবা। কিন্তু সুবর্ণা ডিভোর্স পেপারে সই না করে স্বামীর অধিকার পাওয়ার জন্য তাদের বাড়ির গেটের সামনে অনশনে বসেন। তখন রাজীবের বাবা তাদের লোকজন এবং পুলিশ দিয়ে সুবর্ণাকে জোর করে তুলে দেন। এ সময় রাজীবের বাবা সুবর্ণার নামে মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দিতে থাকেন। কিন্তু সুবর্ণা তাতে থেমে যাননি। তিনিও অধিকার আদায়ে উল্টো থানায় মামলা করতে যান। তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক অজানা কারণে সে মামলা নেয়নি। তিনি আবুল হোসেনের সঙ্গে সুবর্ণাকে লড়ার বিষয়ে সতর্ক করেন বলেও অভিযোগ রয়েছে।

পরে সুবর্ণা তার অধিকার আদায় এবং জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সংবাদপত্র পরিষদে সংবাদ সম্মেলন করেন। এরপরে একই দাবিতে তিনি ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। এরপর আবার তিনি রাজীবের বাসায় গিয়ে তার অধিকার চান। তখন রাজীব ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর সুবর্ণা অধিকার আদায় আর নিরাপত্তার জন্য কোর্টে গিয়ে মামলা করেন (মামলা নং-সিআর ২৯৭/১৭ পাবনা)।

নদীর মা মর্জিনা বেগম বলেন, ‘বিয়ের পরে রাজীব আমাদের বাড়িতে এসে থাকতো। আমার মেয়ের সংসারের যাবতীয় খরচ দিতো। আর বলতো শিগগিরই বাবা-মাকে বুঝিয়ে তাদের বাড়িতে ‍সুবর্ণাকে নিয়ে যাবে। কিন্তু রাজীবের বাবা আবুল হোসেন জোর করে ডিভোর্স করানোর পরও আমার মেয়েকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখাতো। আমার মেয়ে তার অধিকার আর জীবনের নিরাপত্তার জন্য কোর্টে মামলা করে। আর এই মামলাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়।’

তবে রাজীবের বড় বোন শাপলা খাতুন বলেন, ‘আমার ভাই রাজীবকে জোর করে বিয়ে করেছিল সুবর্ণা। আমাদের বাড়িতে সুবর্ণা কখনও আসেনি। এছাড়া এর আগেও তার বিয়ে হয়েছিল, তার একটি সন্তান আছে। আর আমাদের পরিবারের সঙ্গে তাদের পরিবার কখনও মিলবে না। তাই আমাদের পরিবার কখনও এই বিয়ে মেনে নেয়নি। আমার বাবাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে সুবর্ণাকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণা বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

সুবর্ণা হত্যার ঘটনায় বুধবার (২৯ আগস্ট) সদর থানায় হত্যা মামলা দায়ের হয়। সুবর্ণার মা মর্জিনা বেগম বাদী হয়ে সুবর্ণার সাবেক স্বামী রাজীব, শ্বশুর শিল্পপতি আবুল হোসেন ও মিলনসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে এই মামলা দায়ের করেছেন (মামলা নং-৯৩)। এই ঘটনায় পুলিশ বুধবার দুপুরে মামলার প্রধান আসামি শহরের সিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইড্রাল ফার্মার মালিক শিল্পপতি আবুল হোসেনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন-

পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাংবাদিক সুবর্ণাকে হত্যার ঘটনায় মামলা

রাজীব ও মিলন আমাকে কুপিয়েছে: মৃত্যুর আগে মাকে বলে গেছেন সুবর্ণা

/এআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল