X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কমলগঞ্জের আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৯

 

কারাগার ব্যবসায়ী সিরাজ মিয়া হত্যা মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আবদাল হোসেনের জামিন নামঞ্জুর করে কারগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের শেখের আদালতে জামিন আবেদন করলে আদালত এই আদেশ দেন। মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুল হাই চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ৬ অক্টোবর উপজেলার আদমপুরের ব্যবসায়ী সিরাজ মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন চলার পর এ মামলা থেকে আবদাল হোসেনকে অব্যাহতি দেওয়ার পর বাদীপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদলতে আপিল করেন। এ আপিলের শুনানি শেষে উচ্চ আদালত মৌলভীবাজারের নিম্ন আদালতে হাজিরা দিতে আসামি আবদাল হোসেনকে নির্দেশ দেন। নিম্ন আদালতে হাজির হয়ে আবদাল হোসেন জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বাদীপক্ষ নিহত ব্যবসায়ী সিরাজ মিয়ার ভাই জালাল উদ্দিন বলেন, ‘উচ্চ আদালতে আপিল করায় আদালতের নির্দেশনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার পর আদালত আবদাল হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এ আপিল মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর নির্ধারণ হয়েছে বলেও জালাল উদ্দিন জানান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ