X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

একই দিনে হাসপাতাল ও কারাগারে সেই বাবা-ছেলের মৃত্যু

নাদিম হোসেন, সাভার
১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৯

 

সাভার গত ২৯ জুলাই ঢাকার ধামরাইয়ে ছেলে রায়হানের (২০) দায়ের কোপে আহত হন বাবা বাছের মিয়া (৬০)। বাছের মিয়া ফের অসুস্থ হয়ে পড়লে শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। একই দিন ছেলে রায়হান (২০) কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন, ধামরাই থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের খরারচর গ্রামের আবদুল বাছের মিয়ার ছেলে রায়হান বছর দুই আগে স্থানীয় খরারচর আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এর পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে গত ২৯ জুলাই ভোরে ভারসাম্যহীন ছেলে প্রথমে তার ঘুমন্ত মা জামিলা বেগমকে দা দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় চিৎকার শুনে তার বাবা বাছের মিয়া ও বড় ভাই রতন মিয়া ছুটে আসলে তাদেরও কুপিয়ে জখম করে ছেলে রায়হান। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় আহত ভাই ও বাবাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের মাধ্যমে ওই ছেলেকে কারাগারে পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানান, হাসপাতালে দুদিন চিকিৎসার পর রতন সুস্থ হলেও তার বাবা বাছের মিয়াকে প্রায় এক মাস চিকিৎসা দেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে গত শনিবার বিকালে বৃদ্ধ বাবা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে ওইদিন সন্ধ্যায় কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে রায়হান। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার সকালে থানার ফ্যাক্সের মাধ্যমে কারাগারে থাকা আসামি রায়হান ঢাকা মেডিক্যালে মারা গেছে বলে জানতে পারেন। পরে তিনি বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানালে তারা হাসপাতালে গিয়ে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। এছাড়াও গত ২৯ জুলাই নিজের মাকে কুপিয়ে হত্যার দায়ে তার ভাই রতন বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয় বলেও তিনি জানান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?