X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জামালপুরে ব্রহ্মপুত্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত

জামালপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

চলছে অবৈধ বালু উত্তোলন জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে  ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। ক্রমাগত বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে জামালপুরের সড়ক-মহাসড়কসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পরিবেশবাদীরা বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আসলেও এখনও  জেলা প্রশাসন থেকে এব্যাপারে নেওয়া হয়নি কোনও কার্যকরী পদক্ষেপ।

জামালপুর শহরের ছনকান্দা থেকে ময়মনসিংহের সীমানা পিয়ারপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের প্রায় ২৮ কিলোমিটার এলাকাজুড়ে অর্ধশতাধিক অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে  প্রভাবশালীরা। অব্যাহত বালু উত্তোলনের ফলে জামালপুর-ময়মনসিংহ সড়কসহ নদী তীরের অনেক এলাকার বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এতদিন শহর এলাকার বাইরে বালু উত্তোলন করা হলেও এখন  শহর ঘেঁষে একেবারে প্রশাসনের চোখের সামনে বালু তোলা হচ্ছে। এতে করে জামালপুর শহর রক্ষা বাঁধ, জেলা স্কুল, পৌরসভা কার্যালয়সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে রয়েছে।

ব্রহ্মপুত্র থেকে বালু তুলে এনে জমি ভরাট করছে প্রভাবশালীরা

জামালপুর শহর রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এই  এলাকার বাসিন্দা  মাজম আলী,মামুন মিয়া, রেজিয়া খাতুন, মিতু বেগম ও  চাঁন মিয়া।

তারা জানান, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলতে থাকলে জামালপুর শহর রক্ষা বাঁধ, জেলা স্কুল,  পৌরসভা কার্যালয়সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়বে। কাজেই যত দ্রুত সম্ভব এই বালু উত্তোলন বন্ধ করা উচিত।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-র, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক,  অ্যাডভোকেট ইউসুফ আলী জামালপুর শহর রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শুধু আশ্বাস নয় অবিলম্বে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই দেখতে চায় জামালপুরবাসী।

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা