X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

যমুনা নদীর পানি বেড়েছে, চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত

বগুড়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৪

ফসল প্লাবিত হওয়ার এই ছবিটি চর ভাঙ্গরগাছা থেকে তোলা হয়েছে

কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার দুপুরে পানি বিপদসীমা স্পর্শ করেছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দির যমুনা তীরবর্তী চর ভাঙ্গরগাছা, হাটবাড়ী, নয়াপাড়া, দীঘাপাড়া, চকরতিনাথ, কুড়িপাড়া, চরবাটিয়া, মূলবাড়ী ও ধারাবর্ষার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার আমন বীজতলাসহ মৌসুমি ফসলের জমিতে পানি উঠেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সারিয়াকান্দিতে বিএম পিলারের সাথে সংযোগ ত্রুটির কারণে গত দু’দিন পানির রিডিং ঠিক ছিল না। বিষয়টি টের পাবার পর পাউবোর হাইড্রোলজি টিমকে অবহিত করা হয়। শনিবার রাজশাহী থেকে হাইড্রোলজি টিমের সদস্যরা এসে ওই ত্রুটি ঠিক করেন। পানির আগের রিডিং-এর সঙ্গে বর্তমান রিডিং ২১ সেন্টিমিটার কম ধরে হিসাব করতে হবে। সে হিসাবে শনিবার বিকাল ৩টায় পানি বিপদসীমা স্পর্শ করেছে।

তিনি আরও জানান, আগামী ২২ সেপ্টম্বর পর্যন্ত ধীর গতিতে যমুনার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

যমুনা নদীতে পানি বৃদ্ধির খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী সারিয়াকান্দির যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন। এসময় তার সাথে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ও পৌর মেয়র আলমগীর শাহী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হাটবাড়ি ও ভাঙ্গরগাছা চরে ২০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট