X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সংসদে আর রাজাকার দেখতে চাই না: শাহরিয়ার কবির

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০

সংসদে আর রাজাকার দেখতে চাই না: শাহরিয়ার কবির

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা সংসদ পেয়েছি। এই সংসদে আর রাজাকার দেখতে চাই না। আমরা রাজাকারমুক্ত সংসদ চাই।’

রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ বাস টার্মিনালে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রা’ বিষয়ক এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা একাত্তরে গণহত্যা করেছিল, মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীদের নির্বাচনে দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বলেছি, আপনারা জামায়াতে ইসলামীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন, দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় তারা নির্বাচন করতে পারবে না। জামায়াতের কোনও ব্যক্তি স্বতন্ত্রভাবে কিংবা অন্য কোনও দলের প্রতীক নিয়ে এই বাংলাদেশে নির্বাচন করুক, আমরা দেখতে চাই না।’

তিনি আরও বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেসব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জামায়াতে ইসলামীকে ছাড়ুন, নির্বাচনে আসুন। আপনাদের ভোট দিলে আপনারা জয়ী হবেন। কিন্তু তার আগে আপনাদের ঘোষণা করতে হবে, আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশের কনসেপ্টকে বিশ্বাস করেন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন –এটা আপনাদের মানতে হবে, যদি আপনারা বাংলাদেশে থাকতে চান।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কালীগঞ্জ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি কাজী মুকুল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, যশোর জেলা শাখার নেতা হারুনুর রশীদ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি লিয়াকত আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জমান অদু, ইরফান মণ্ডল প্রমুখ।

 

/এমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
লিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
জুনিয়র এএইচএফ কাপ হকিলিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’