X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে গৃহহীনদের নতুন জীবনের স্বপ্ন

নীলফামারী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯

আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে নতুন জীবন শুরু করেছেন এক দম্পতি নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের জন্য ৩০০ বসতঘর করে দেওয়া হয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নে যাদের জমি আছে কিন্তু ঘর নেই, এমন ৩০০ পরিবারের মাধ্যে এসব ঘর বিতরণ করা হয়েছে। ঘর পেয়ে খুশি এলাকার অসহায় মানুষেরা। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‘যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ শীর্ষক উপ-প্রকল্পের আওতায় পাঁচ ইউনিয়নে ৩০০ ঘর নির্মাণের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর সুবিধাভোগীরা হচ্ছেন– দুস্থ অসহায় মুক্তিযোদ্ধা, বিধবা ও তালাকপ্রাপ্ত নারী, শারীরিক প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম অতি বৃদ্ধ এবং পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন ব্যক্তি। সুবিধাভোগীর থাকতে হবে এক থেকে ১০ শতাংশ জমি।

উপজেলার কাশিরাম ইউনিয়নের চেয়ারম্যান এনামুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ইউনিয়নে ৬০ জন গৃহহীনের জন্য ঘর নির্মিত হচ্ছে। ইতোমধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রত্যেকটি ঘর ও টয়লেট নির্দেশনা মোতাবেক নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা চেষ্টা করছি ভালোভাবে ঘরগুলো নির্মাণ করার।’

খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, ‘যেসব মানুষের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে, তারা যে কত খুশি, তা ভাষায় প্রকাশ করা যাবে না।’

উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাপাড়া গ্রামের ছপিয়া বেগম জানান, কোনও রকম একটি ঝুপড়ি ঘরের মধ্যে বাস করতেন। টাকাপয়সার অভাবে ঘর করতে পারেননি। বর্ষা ও শীতে অনেক কষ্ট পেতেন। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকবেন। আর কষ্ট হবে না।

বাঙালিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মণপুর দোলাপাড়া গ্রামের করিম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মতো কাজ করেছেন। নিজের মতো করে পরিবার নিয়ে ঘরে থাকবো– এর চেয়ে খুশি আর কী হতে পারে।’ তার চোখেমুখে হাসির ঝিলিক। একই ইউনিয়নের বাড়াইশাল শেখ পাড়া গ্রামের বাক প্রতিবন্ধী মোতালেব ইশারায় ঘর পাওয়ার আনন্দ প্রকাশ করেন।

খাতামধুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের টিংপাড়া গ্রামের ছপিয়া বেওয়া বলেন, ‘আগে হামার কোনও ঘর আছিলো না। এখন হামার জন্য সরকার ঘর বানে দিচ্ছে। মুই এই ঘরত থাকিম। সবাই খুব খুশি, এই আনন্দ মুই বুঝাতে পাইম না। শেখ হাসিনাকে ধন্যবাদ।’

কামারপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দলুয়া গ্রামের শ্রী ভবেশ চন্দ্র রায় বলেন, ‘জায়গা থাকলেও ঘর আছিলো না। এজন্য খুবই সমস্যাত আছিনু। বিনা টাকায় প্রধানমন্ত্রী হামার ঘর করি দেওয়ায় সে সমস্যা দূর হলো, সাথে সমাজত একনা সম্মানও বাড়িলো।’

ঘর নির্মাণ কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাকখারুল ইসলাম বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। কাঠ, সিমেন্ট, ইট, বালু, যাতে মানসম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখছি।’

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক এই কাজ যেন বাধগ্রস্ত না হয়, সেজন্য আমরা রাত-দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিদের মাধ্যমে গৃহহীনদের তালিকা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে সমাজের অবহেলিত মানুষগুলোর সামাজিক মূল্যায়ন বৃদ্ধিসহ প্রাত্যহিক জীবনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। কাজের গুনগত মান বজায় রাখার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’

বাস্তবায়ন কমিটির পাশাপাশি নীলফামারীর জেলা প্রশাসক প্রতিদিন এই কাজের খোঁজ-খবর নিচ্ছেন। তিনি মাঠপর্যায়ে এসে সরেজমিন পরিদর্শনও করেছেন যাতে প্রকল্পে অনিয়ম না হয়।

এ প্রকল্পের প্রতিটি ঘরের দৈর্ঘ্য সাড়ে ১৬ ফুট ও প্রস্থ সাড়ে ১৫ ফুট। ঘরগুলো মেঝে পাকা, সামনে খোলা বারান্দা, আরসিসি পিলার, পাশে ও উপরে টিন দিয়ে নির্মিত হয়েছে। রয়েছে টয়লেটের ব্যবস্থা। প্রত্যেকটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ টাকা।

 

/এমএএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী