X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরিশালে স্ত্রী হত্যায় একজনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

আদালত

বরিশালে স্ত্রী হত্যার দায়ে মনোয়ার হোসেন হাওলাদার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জন-নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মহসিন উল হক ১২ জনের সাক্ষ্য নিয়ে আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের বেঞ্চ ক্লার্ক অজিবুর রহমান এ খবর নিশ্চিত করেন।

দণ্ডিত মনোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার লবনাসড়া এলাকার বাসিন্দা। তার স্ত্রী আকলিমা বেগম পিরোজপুরের নেছারাবাদের মৃত আবুবক্কর হাওলাদারের মেয়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০ বছর আগে আকলিমার সঙ্গে বিয়ে হয় মনোয়ারের। তাদের সংসারে একটি পুত্র-সন্তান রয়েছে। ২০১২ সালের শেষের দিকে মনোয়ার দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর মনোয়ার তার প্রথম স্ত্রী আকলিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক হয়। সালিশি সিদ্ধান্তে আকলিমাকে ঘরে তুলে নিতে বাধ্য হয় মনোয়ার। এদিকে, আকলিমা ফেরায় মনোয়ারের দ্বিতীয় স্ত্রী নাছিমা বেগম এ বাড়ি ছেড়ে চলে যায়।

২০১৩ সালের ১৬ জানুয়ারি আকলিমাকে ডাক্তার দেখানোর নাম করে সন্ধ্যা নদী পাড়ি দিয়ে কাজলা বাজারে নিয়ে যায় মনোয়ার। রাতে বাড়ির ফেরার পথে সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার সময় মনোয়ার আকলিমাকে নৌকা থেকে নদীতে ফেলে দেয়। এরপর জেলেরা এসে নদী থেকে মনোয়ারকে জীবিত এবং আকলিমাকে মৃত উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি আকলিমার ভাই আব্দুল ছালেক হাওলাদার বাদী হয়ে মনোয়ারকে আসামি করে হত্যা মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট তদন্ত কর্মকর্তা বানারীপাড়া লবনাসড়া তদন্তকেন্দ্রের এসআই মোশারেফ হোসেন মনোয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা