X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জাহাজে ওয়াচম্যান নিয়োগের নির্দেশ মানা হচ্ছে না মোংলা বন্দরে

মোংলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২

মোংলা বন্দর উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজে ওয়াচম্যান (নিরাপত্তা প্রহরী) না নেওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। বন্দরে আসা পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে চুরি-ডাকাতি ঠেকাতে ওইসব জাহাজে ওয়াচম্যান বুকিং নেওয়ার বিধান রাখা হলেও তা মানছে না কয়েকটি শিপিং এজেন্ট। এ কারণে বন্দরে স্টিভিডরিং ওয়াচম্যানদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সভাপতি গোলাম মোস্তফা জানান, মোংলা বন্দরের উপদেষ্টা কমিটির ১৪তম সভায় জাহাজে ওয়াচম্যান নিয়োগের সিদ্ধান্ত হলেও সংশ্লিষ্ট কিছু শিপিং এজেন্টের খামখেয়ালিপনায় তা হচ্ছে না।  যারা এ নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোংলা বন্দর স্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়সহ প্রশাসনের একাধিক প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ করা হয়েছে। গোলাম মোস্তফা বলেন, ‘মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজে চুরি-ডাকাতি ঠেকাতে ওয়াচম্যান নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু এ সিদ্ধান্ত কোনোভাবেই মানছে না সামন্দা, কনভেয়ার, ইউনি ওশান ও ইউনি গ্লোবাল শিপিং এজেন্ট। এসব শিপিং এজেন্ট জাহাজে ওয়াচম্যান নিয়োগ দেয় না। এর জন্য জাহাজে চুরিসহ কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় ওইসব শিপিং এজেন্টদেরই নিতে হবে।’ বাংলাদেশ শিপিং এজেন্ট`স অ্যাসোসিয়েশন

এদিকে বাংলাদেশ শিপিং এজেন্ট'স অ্যাসোসিয়েশনের (খুলনা) চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম এবং স্টিভিডর নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোংলা বন্দরের স্বার্থে বন্দরে আসা সব বাণিজ্যিক জাহাজের ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক। এটা সরকারি সিদ্ধান্ত। যদি কোনও শিপিং এজেন্ট এ নিয়ম না মানে তাদের বিরুদ্ধে বন্দরের হারবার বিভাগ আইনগত ব্যবস্থা নিতে পারে।’ 

এদিকে মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজে ওয়াচম্যান নিয়োগ না দেওয়ার বিষয়ে কিছু শিপিং এজেন্টের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?