X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের বাইরে রেখে এমডিজি ও এসডিজি অর্জন সম্ভব নয়’

দিনাজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৩

সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের বিপ্লবীদের স্মরণে নির্মিত ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে গওহর রিজভী (ছবি– প্রতিনিধি)

পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের বাইরে রেখে এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) ও এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নেওয়ার জন্য এমডিজি ও এসডিজি ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা এখনও পিছিয়ে রয়েছে, তাদের বাদ দিয়ে উন্নয়নের ওই লক্ষ্য অর্জন সম্ভব নয়। এমডিজি ও এসডিজি অর্জন করতে হলে আদিবাসী তথা সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন ঘটাতে হবে।’

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক কান্তুজিউ মন্দিরের প্রবেশ সড়কে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের বিপ্লবীদের স্মরণে নির্মিত ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গওহর রিজভী বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতির পরও গত ১০ বছরে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা হয়নি; এটা তাদের প্রতি অন্যায়। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে নির্বাচনি ইস্তেহার ঘোষণা করা হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করে তাতে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের বিষয়টি উল্লেখ করা হবে এবং আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করা হবে।’ এ জন্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

স্বাধীনতাসহ বিভিন্ন সংগ্রামে আদিবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে গওহর রিজভী বলেন, ‘আদিবাসীরা যা দিয়েছে, যে আত্মত্যাগ করেছে, তার খুব কমই অন্য কমিউনিটির মানুষেরা করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের গত ১০ বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েছে। সর্বক্ষেত্রেই আমরা এগিয়ে যাচ্ছি। একটি সরকার ১০ বছর একনাগারে ছিলো বলেই এই উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে আগামীতে আবার এই সরকারকে নির্বাচিত করতে হবে।’

দিনাজপুরে ইপিজেড করার বিষয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এখানে নাকি প্রচুর জমি আছে। আপনারা যদি জমি দিতে পারেন, তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে অবশ্যই দিনাজপুরে ইপিজেড নির্মাণ করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য নাজমুল হক প্রধান ও উষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন– দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ