X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এটা যুদ্ধাপরাধীদের রক্ষকদের সাম্প্রদায়িক ঐক্য: কাদের

ফেনী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দেশের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কেমন করে? যদি তেমন কোনও ঐক্য হয়, তবে তা হলো তথাকথিত জাতীয়তাবাদীদের জাতীয় ঐক্য। এই ঐক্য সাম্প্রদায়িক ঐক্য; যুদ্ধাপরাধীদের রক্ষকদের ঐক্য।’

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সড়কপথে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ফেনীর ট্রাংক রোড়ে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সড়ক পথে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিকাল সোয়া ৫টায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফেনীতে পৌঁছান। এর আগে দুপুর থেকে জনসভাস্থলসহ শহরের চারটি রাস্তা দলটির নেতা-কর্মী-সমর্থকে লোকারণ্য হয়ে উঠে। এতে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

৫টা ৩৪ মিনিটে জনসভাস্থলে পৌঁছে ওবায়দুল কাদের বক্তব্য শুরু করেন ও ৬টা ১০ মিনিটে তিনি তার বক্তব্য শেষ করেন।

সমাবেশস্থলে নেতা-কর্মী-সমর্থকদের ভিড় (ছবি- প্রতিনিধি)

বিএনপিকে ‘নালিশ পার্টি’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গত ১০ বছরে ১০ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। তারা বলে, ঈদের পরে আন্দোলন। আর কীসের ঈদ! এভাবে ১০ বছর পার করেছে তারা। আন্দোলন হবে কোন বছর? মানুষ বাঁচে কয় বছর? তারা জনগণে আস্থা হারিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘চাঁদেরও কলঙ্ক থাকে। আওয়ামী লীগ তো একটা দল; আমাদেরও কিছু ভুলত্রুটি আছে । তার জন্য জনগণের কাছে আমরা ক্ষমা চাই।’

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবার আমলনামা নেত্রীর কাছে জমা আছে। জরিপ হচ্ছে। জরিপের ফলাফলের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। এখন আমাদের মার্কা একটাই, সেটা হলো– নৌকা।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মশারির মধ্যে মশারি খাটাবেন না। খারাপ লোকদের দলে টানবেন না। আপনারা ঘরের মধ্যে ঘর করবেন না।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, হাসান মাহমুদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাইফ উদ্দিন নাসির।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ