X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আঞ্চলিক শ্রম দফতর ও শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ২৩:২২আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২৩:৪৭

বগুড়ায় আঞ্চলিক শ্রম দফতরের অফিস ভবনের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় আঞ্চলিক শ্রম দফতর ও শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস ভবন পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ কাজের উদ্বোধন হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ফলক উন্মোচন করেন। শ্রম অধিদফতরের আওতাধীন ৬টি অফিস পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় শ্রম অধিদফতর ও গণপূর্ত বিভাগ ৭ কোটি টাকা ব্যয়ে কাজটি করছে।

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকী বিল্লাহর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায়, গণপূর্ত বিভাগ বগুড়া সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মণ্ডল, ট্রেড ইউনিয়নের সভাপতি আবদুস সাত্তার তারা, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-আমিন, বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে অনেক কাজ করছেন। প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে ২৬ কোটি টাকা দিয়েছেন, আরও ৩শ’ কোটি টাকা বরাদ্দ আছে।

তিনি শ্রমিকদের সঠিকভাবে দায়িত্ব পালন ও কোনও গুজবে কান না দিতে অনুরোধ জানিয়ে বলেন, বগুড়ার আঞ্চলিক শ্রম দফতরে শ্রমিকদের চিকিৎসায় একটি ৫০ শয্যার হাসপাতাল ও নারী শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া বগুড়া কার্যালয় থেকে ৫৫ দিনের মধ্যেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?