X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফেরি থেকে শিশু নিখোঁজ: বাবা-মা ও ফেরি কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন দাবি

রাজবাড়ী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ২১:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:১১

রুকাইয়া সোমবার দিনগত রাত ২টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাট এলকায় ফেরি থেকে হারিয়ে যায় রুকাইয়া নামের চার বছরের একটি শিশু। তার বাবা-মায়ের দাবি, ফেরির পকেট গেট খোলা থাকায় তাদের সন্তান পদ্মায় পড়ে গেছে। আর ফেরি কর্তৃপক্ষের দাবি, শিশুটির নদীতে পড়ে যাওয়ার কোনও সুযোগ ছিল না। বাবা-মায়ের অসচেতনতায় সে হারিয়ে গেছে।

রুকাইয়া ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার বাজারপাড়া মহল্লার সেলিম রেজার মেয়ে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল থেকেই ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও অন্যান্য সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান করেও শিশুটির কোনও খোঁজ পায়নি। মঙ্গলবার রাত পর্যন্ত শিশুটির কোনও সন্ধান মেলেনি।

শিশুটির বাবা সেলিম রেজা জানান, ‘গত সোমবার রাতে আমাদের এক অসুস্থ আত্মীয়কে নিয়ে আমরা ঢাকায় যাচ্ছিলাম। রাত ২টার দিকে আমাদের প্রাইভেটকারটি রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে অপেক্ষমাণ রজনীগন্ধা ফেরিতে উঠলে আমরা গাড়ি থেকে নামি। এসময় ওই ফেরিতে একটি এসি বাস উঠলে বিকট এক শব্দ হয়। তখন রুকাইয়া আতঙ্কগ্রস্ত হয়ে আমাদের হাত ছেড়ে দৌড় দেয়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে ফেরিতে খোঁজাখুজির সময় একজন আমাদের জানায় তিনি নদীতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছেন। তখন ফেরির পকেট খোলা ছিল। এ কারণে আমাদের ধারণা, আমাদের সন্তান নদীতে পড়ে গেছে।’

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. বিল্লাল হোসেন খলিফা জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মঙ্গলবার সকাল ৭টা থেকে দৌলতদিয়া ফেরি ঘাটসহ পদ্মার বিভিন্ন পয়েন্টে ডুবুরি দিয়ে শিশুটিকে খোঁজা হয়। নদীতে প্রচণ্ড স্রোত। মঙ্গলবার রাত পর্যন্ত খুঁজেও শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সফিকুল ইসলাম বলেন, ‘ফেরির যে পকেট এখান থেকে পড়ে যাওয়ার কোনও সুযোগ নেই। ওই ফেরিটা তখন ঘাটেই লাগানো ছিল। ঘটনার সময় বাচ্চার মা ছিলেন ওয়াশরুমে। বের হয়ে দেখেন বাচ্চাটি নেই। অসচেতনতার কারণেই এটি হয়ে থাকতে পারে। তবে বাচ্চাটির  অভিভাবকরা ধারণা করছেন, বাচ্চাটি পানিতে পড়ে গেছে।’

রুকাইয়ার মা জেসমিন আক্তার বলেন, ‘আমার মেয়ে নদীতে পড়ে যাওয়ার পর এখানে দায়িত্বরত সবার হাতে-পায়ে ধরে মেয়েকে উদ্ধারের আকুতি জানিয়েছি। কিন্তু কেউ সহযোগিতা করেনি। পরে সকালে খোঁজ শুরু হয়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ করতে পারলে আমার মেয়েকে হয়ত জীবীত উদ্ধার করা যেত। এখন মনে হচ্ছে আমার মেয়ের লাশটিও পাওয়া যাবে না।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট