X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে দুই দেশের মিলনমেলা

হিলি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১২:০৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১২:১৫

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে দুই দেশের মিলনমেলা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছে। সীমান্তের শূন্যরেখার দুই পাশে ভিড় করছেন শত শত মানুষ। এদের কেউবা পূজা দেখতে, আবার কেউবা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন। এদিকে দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের পারাপারের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে।

দুর্গাপুজা শুরুর পর থেকে প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সীমান্তের চেকপোস্ট গেটে মানুষের ভিড়। তাদের অনেকেই এসেছেন জেলার বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে। দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে দুই দেশের মিলনমেলা

অপরদিকে ভারতের অভ্যন্তরেও তাদের দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন বাংলাদেশের পূজা দেখতে। কাঁটাতারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের নিরাপত্তা ব্যবস্থার কারণে সীমান্ত পার হতে পারছেন না কেউ। তবে শূন্যরেখার দুই পাশে দাঁড়িয়ে দুই দেশের বাসিন্দারা স্বজনদের দেখে দুঃখটাকে আনন্দে পরিণত করছেন।

হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানান, সীমান্তে তারকাঁটার বেড়া দিয়ে দুই দেশকে ভাগ করা হলেও আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়নি। ভালোবাসার টানে, প্রাণের টানে তারা বারবারই ছুটে আসছেন সীমান্তে। সীমান্তে স্বজনদের একনজর দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন তারা। দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে দুই দেশের মিলনমেলা

হিলি সীমান্ত দিয়ে পাসপোর্টে ভারতে যাওয়া এক নারী জানান, ‘আমি হিলি সীমান্ত দিয়ে ভারতে পূজা দেখতে যাচ্ছি। সেখানকার পূজাগুলো অনেক ভালো ও সুন্দর হয়। আমার মতো অনেক যাত্রীই পূজা দেখতে ভারতে যাচ্ছেন, আবার ভারত থেকে অনেকে বাংলাদেশে আসছেন। এই উপলক্ষে আত্মীয়স্বজনদের সঙ্গেও দেখা হচ্ছে।’

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এ টি এম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ‘দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক মানুষ হিলি সীমান্তে আসছেন। আবার অনেকে ভারতে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করছেন। আবার কেউবা সীমান্তের শূন্যরেখা ঘুরে দেখছেন। নিয়মের মধ্যে থেকে যতদূর সম্ভব তাদের আবদার রক্ষা করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত লোকজনের সংখ্যা কিছুটা কম হলেও বিকালে ভিড় অনেক বেশি হয়।’ দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে দুই দেশের মিলনমেলা

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, ‘দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে।’

হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাকের আহম্মেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আগের তুলনায় খানিকটা বেড়েছে। একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যাত্রী বাড়ার কারণে সরকারের রাজস্ব আয়ও খানিকটা বেড়েছে।’

আরও পড়ুন- মিষ্টি পাঠিয়ে বিজিবিকে দুর্গাপূজার শুভেচ্ছা বিএসএফ’র

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক