X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সেলিম ওসমানের অব্যাহতি, হতাশ শ্যামল কান্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০২:১২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০২:১৯

সংসদ সদস্য সেলিম ওসমান (বামে), শিক্ষক শ্যামল কান্তি (ডানে)

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলা থেকে সংসদ সদস্য সেলিম ওসমানকে অব্যাহতি দেওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন শ্যামল কান্তি ভক্ত। তিনি জানান, এই মামলায় তিনি ন্যায় বিচার পাননি। তিনি দোষী ব্যক্তির সুষ্ঠু বিচার আশা করেছিলেন। এদিকে এ ঘটনায় মামলা থেকে অব্যাহতি পাওয়া সেলিম ওসমান হায়রানির হাত থেকে রক্ষা পেয়েছেন বলে দাবি করেছে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও অপু নামের আরেকজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকার মুখ্য বিচারিক হাকিম এ কে এম ইমদাদুল হক সেলিশ ওসমানকে অব্যাহতির আদেশ দেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির  জানান, এ ঘটনায় উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বিচার বিভাগীয় তদন্তে সেলিম ওসমানের নাম উঠে আসে। অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় সেলিম ওসমান এবং অপুর বিরুদ্ধে জুডিশিয়াল প্রতিবেদন দেওয়া হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সংসদ সদস্য সেলিম ওসমানকে অব্যাহতি দিয়ে অপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তবে আদালতের এই আদেশের পর শিক্ষক শ্যামল কান্তি ভক্ত বলেন, ‘সরকারের কাছে সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছিলাম। যেহেতু মামলাটি আমি করিনি। তাই এই মামলা সম্পর্কে আমার কোনও ধারণাও নেই। আমি কখনও আদালতেও যাই নি। তাই এই সুযোগে সংসদ সদস্য সেলিম ওসমান খালি মাঠে গোল দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘একজন প্রধান শিক্ষককে এভাবে প্রকাশ্যে নির্যাতন ও অপমান করায় সরকার আমার পক্ষ হয়ে মামলা করেছিল। তবে আমি ন্যায়বিচার পাইনি।’  

তিনি আরও বলেন, ‘আমি একজন সাধারণ শিক্ষক মাত্র। তাই আমি এ ব্যাপারে কোনও প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করিনি। প্রতিবাদও করিনি। সরকার যা ভালো বোঝে, তাই করুক। সেলিম ওসমানের জন্য জন্য দোয়া করি। উনি যেন আবার এমপি হতে পারেন। মন্ত্রী হতে পারেন।’

আদালতের এই আদেশের ব্যাপারে জাতীয় পার্টির জেলা সভাপতি আবুল জাহের বলেন, ‘সংসদ সদস্য সেলিম ওসমান যে নির্দোষ, এটা আল্লাহর রহমতে এবং সকল মানুষের দোয়ায় সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। ঘটনার দিন সেলিম ওসমান না থাকলে হাজারো ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ এবং আক্রমণে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের মৃত্যু হতে পারতো। বিচক্ষণ সেলিম ওসমান কৌশলে লোক দেখানো শাস্তির মাধ্যমে শিক্ষকের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০১৬ সালের ১৩ মে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করার ঘটনাটি প্রকাশ পেলে দেশজুড়েনিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় এমপি সেলিম ওসমান সেদিন ওই শিক্ষককে কান ধরে উঠবস করার নির্দেশ দিয়েছিলেন মর্মে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তা দেখা যায়।
২০১৬ সালের ১০ অগাস্ট ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ প্রকৃত দোষিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে পুরো ঘটনা বিচারিক তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

আরও খবর: শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনা মামলায় অব্যাহতি পেলেন সেলিম ওসমান 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
এমন গরমেও ক্লাস করেছে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
এমন গরমেও ক্লাস করেছে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ