X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বগুড়া সদর আসনে আ.লীগ ও বিএনপি থেকে প্রার্থিতা চান ৩ ভাই

বগুড়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২০:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০১:০৯

তিন ভাই (বাঁ থেকে) রেজাউল করিম বাদশা, মুহম্মদ মাহবুব-উল-আলম ও মঞ্জুরুল আলম মোহন বগুড়া-৬ (সদর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি থেকে তিন ভাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থী হতে চাওয়া তিন ভাই হলেন– বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, আওয়ামী লীগ নেতা মুহম্মদ মাহবুব-উল-আলম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া সদর আসনে আওয়ামী লীগ থেকে মোট ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২০০১ সালে এ আসন থেকে খালেদা জিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী সাংবাদিক মুহম্মদ মাহবুব-উল-আলম ও তার ছোট ভাই মঞ্জুরুল আলম মোহন রয়েছেন।

এ আসনে খালেদা জিয়া নির্বাচন করেন বলে বিএনপি থেকে শুরুতে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন শুক্রবার ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা রয়েছেন।

এদিকে বগুড়া সদর আসনে বিএনপি ও আওয়ামী লীগ থেকে তিন ভাই মনোনয়ন ফরম সংগ্রহ করায় এলাকায় নানা ধরনের আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মুহম্মদ মাহবুব-উল-আলম  বাংলা ট্রিবিউনকে জানান, তিনি ২০০১ সালের নির্বাচনে এ আসনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মঞ্জুরুল আলম মোহন তার আপন ছোট ভাই। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই তিনি কাজ করবেন।  

অপর ভাই রেজাউল করিম বাদশার বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মাহবুব-উল-আলম   বলেন, ‘তিনি অন্য সংগঠনের। তাই নির্বাচনের ক্ষেত্রে কোনও সমস্যা বা প্রভাব পড়বে না। ’

দুই দল থেকে দুই ভাইয়ের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপি নেতা রেজাউল করিম বাদশা বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি থেকে একই সংগঠনে বাবা-মেয়ে, বাবা-ছেলে মনোনয়নপ্রার্থী হয়েছেন। এক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আমার দুই ভাই অন্য সংগনের রাজনীতি করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও আশা করি দলের চেয়ারপারসন খালেদা জিয়া সদর আসনে নির্বাচন করবেন। আমরা ডামি প্রার্থী। তবে কোনও কারণে তিনি নির্বাচন করতে না পারলে হাইকমান্ড যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই কাজ করব।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ