X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সীমান্তে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: বিজিবি মহাপরিচালক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

সীমান্তে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: বিজিবি মহাপরিচালক

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম।  তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যে কোনও মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।’

সোমবার (১০ ডিসেম্বর) সকালে টেকনাফ-২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির সদর দফতর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আইনুল মোর্শেদ খান পাঠান, কক্সবাজারের রামু রিজিয়ন সদর দফতরের কমান্ডার কর্নেল এস এম বায়েজীদ খান পাঠান ও টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আছাদুদ-জামান চৌধুরীসহ বিজিবির ঊর্দ্ধতন কর্মকর্তারা। এর আগে রবিবার বিকালে বিজিবির মহাপরিচালক টেকনাফে আসেন।

বিজিবি জানায়, গত রবিবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে গাড়ি নিয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম টেকনাফে পৌঁছান। আসার পথে টেকনাফের শীলখালী ও কচ্ছপিয়া মৌজায় ক্রয়কৃত  বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের জমি ঘুরে দেখেন। পরে সীমান্তের টেকনাফ সদর চৌকির জেটিঘাটের নাফ নদীতে জলযান যোগে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত বিজিবির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় মহাপরিচালক বিজিবির কর্মকর্তাদের বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আভিযানকে আরও কার্যক্ষম করার নির্দেশ দেন তিনি। এছাড়া সীমান্তে সদ্য স্থাপিত ‘স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ এর অংশ হিসেবে ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ এর কট্রোল রুম পরিদর্শন করেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
দুই ভাইয়ের লড়াইয়ে পার্থক্য গড়ে দিলেন সুলতানা
দুই ভাইয়ের লড়াইয়ে পার্থক্য গড়ে দিলেন সুলতানা
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস