X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর আমাদের আদর্শিক লড়াই: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:০২

যশোরে তৃণমূল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নৌকা মার্কার প্রার্থী কাজী নাবিল আহমেদ

আগামী ৩০ ডিসেম্বর আমাদের আদর্শিক লড়াই। রাজাকারমুক্ত দেশ দেখতে চাইলে, সোনার বাংলা দেখতে চাইলে, বিশ্বে নিজেদের দেশের মর্যাদা উচ্চ আসনে দেখতে চাইলে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করুন। যশোর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্দেশে এসব কথা বলেছেন যশোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।   

মঙ্গলবার (১১ ডিসেম্বর)  বেলা ১১টায় শহরের কাজীপাড়ায় ‘কাজী শাহেদ সেন্টারে’ যশোর সদর উপজেলার তৃণমূল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাজী নাবিল আহমেদের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এ সময় নৌকার পক্ষে মুক্তিযোদ্ধাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মতবিনিময়সভায় যশোর সদরের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে দেড়শ’ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধাদের কাজী নাবিল আহমেদ বলেন, আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে জানি, আপনাদের কথার কতো মূল্য। সবাই আপনাদের কথাকে প্রাধান্য দেয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আপনাদের চাওয়া ছিল- একটি সোনার বাংলা। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের সেই সোনার বাংলা গড়তে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন একজন মুক্তিযোদ্ধা

তিনি বলেন, মনে রাখতে হবে, ৭৫ পরবর্তী সময় থেকে ৯৬ সাল পর্যন্ত বিভিন্ন নামে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে শোষণ করেছে। তাদের সময়ে জঙ্গিবাদ, বাংলাভাই, গ্রেনেড হামলা, দেশব্যাপী বোমহামলা, খুন, লুটতরাজ হয়েছে। দেশকে দুর্নীতিতে করা হয়েছে চ্যাম্পিয়ন।

অন্যদিকে, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা রাজাকারমুক্ত দেশ দেখতে চাইলে, সোনার বাংলা দেখতে চাইলে, বিশ্বে নিজেদের দেশের মর্যাদা উচ্চ আসনে দেখতে চাইলে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করুন। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী মানেই কৃষিতে উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সূচকে উন্নয়ন, মাতৃমৃত্যু হার হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন।

মতবিনিময় সভায় স্বাধীনতার অস্তিত্ব রক্ষার স্বার্থে মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নৌকার পক্ষে ভোটের প্রচারণা চালাবেন বলে ঘোষণা দেন। এ প্রচারণার খরচ তারা নিজেরাই বহন করবেন বলেও কাজী নাবিল আহমেদকে  আশ্বস্ত করেন। তারা জানান, ইতোমধ্যে সব মুক্তিযোদ্ধা কমবেশি অর্থ জমা করে একটি ফান্ড তৈরি করেছেন; যা নৌকার  নির্বাচনি প্রচারণায় ব্যয় করা হবে ।

কাজী নাবিল আহমেদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের একাংশ

মতবিনিময়সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) যশোর জেলার প্রধান আলী হোসেন মনি, কাজী আব্দুস সবুর হেলাল, শাহাদত হোসেন, মো. খায়রুজ্জামান শরীফ রয়েল, নজরুল ইসলাম, মশিউর রহমান, আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, ইসাহক আলী (লেবুতলা ইউনিয়ন), আব্দুস সাত্তার  (দেয়াড়া), আবু তাহের (চুড়ামনকাটি), সুজাউদ্দৌলাহ  (হৈবতপুর) ও মুক্তিযোদ্ধার সন্তান মে.জে (অব.) সালাহউদ্দিন মিয়াজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলার সাবেক কমান্ডার এএইচএম মজহারুল ইসলাম মন্টু।  সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা গোলাম রসুল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা