X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় যুবদল সভাপতিসহ আটক ৬

নোয়াখালী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:৪৪

নোয়াখালী নোয়াখালী সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ চর শুল্লুকিয়া গ্রামের ইসমাইল নগরে যুবলীগ সাধারণ সম্পাদক মো. হানিফকে হত্যার ঘটনায় যুবদল নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কামালের দুই ভাই নাছির উদ্দিন, মহিউদ্দিন ও বিএনপি কর্মী নুরুজ্জামান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘আজ বুধবার দুপুরে জেলা সদর ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি জানান, নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) মঙ্গলবার বিকালে পূর্ব শুল্লুকিয়া এলাকায় বিএনপির নির্বাচনি মিছিল থেকে গুলি করে হত্যা করা হয়। তার পরিবারের সদস্যরা শোকে বিহ্বল থাকায় মামলা মামলা দায়েরে দেরি হচ্ছে।

নিহত মো. হানিফ দক্ষিণ শুলুকিয়া গ্রামের মফিজ উল্যার ছেলে। আজ বিকাল ৩টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। ইউপি সদস্য ও যুবলীগ নেতা জহির মেম্বারকে গুলি করার প্রতিবাদে খলিফারহাট বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এদিকে নোয়াখালীর সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা জহির মেম্বারকে গুলি করার প্রতিবাদে আজ দুপুর ১২টায় স্থানীয় খলিফারহাট বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগসহ এলাকাবাসী। প্রতিবাদ সমাবেশে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল খলিফারহাট বাজার প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা জহির মেম্বারকে পার্শ্ববর্তী নোয়ান্নই ইউনিয়নের প্রেমনগর এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ও মাথায় গুলি চালিয়ে গুরুতর আহত করে।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার